যুক্তরাষ্ট্রে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা: তালিকায় থাকতে পারে আফগানিস্তান ও পাকিস্তানসহ একাধিক দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারেন। নিরাপত্তা ঝুঁকি যাচাই শেষে আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে রয়টার্স। নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তান এ তালিকায় থাকতে পারে, তবে অন্যান্য দেশের নাম নিশ্চিত হয়নি।
ট্রাম্প প্রথম মেয়াদেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা ২০১৮ সালে সুপ্রিম কোর্ট অনুমোদন করে। ২০২১ সালে ক্ষমতায় এসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন।
এবার ক্ষমতায় এসেই ট্রাম্প ২০ জানুয়ারি এক নির্বাহী আদেশ জারি করেন, যেখানে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের ভ্রমণ সীমিত করার পরিকল্পনা ছিল। তিনি ১২ মার্চের মধ্যে নিষেধাজ্ঞার তালিকা প্রস্তুত করতে মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ও জাতীয় নিরাপত্তা কার্যালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
নতুন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে শরণার্থী বা বিশেষ অভিবাসী ভিসায় থাকা আফগান নাগরিকরা সমস্যায় পড়তে পারেন। তালেবান সরকার ক্ষমতায় আসার পর অনেক আফগান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আফগানিস্তানে তালেবান ও ইসলামিক স্টেটের মধ্যে সংঘর্ষ চলছে, অন্যদিকে পাকিস্তানেও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিয়মিত সংঘাত হচ্ছে।
নির্বাচনি প্রচারণার সময় থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ২০২৩ সালের অক্টোবরে তিনি গাজা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ নিরাপত্তা ঝুঁকিপূর্ণ দেশ থেকে অভিবাসন সীমিত করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন।