জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়

জেলেনস্কির হোয়াইট হাউস ত্যাগ
গতকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক উত্তপ্ত বাক্য বিনিময়ের পর্যায়ে গড়ায়। যুক্তরাষ্ট্রের ইউক্রেনের খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি সই হওয়ার কথা থাকলেও, পরিস্থিতির অবনতির কারণে তা হয়নি।
বৈঠকের সময় ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ‘জুয়া খেলছেন’ এবং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করা উচিত। জেলেনস্কি সরাসরি এর বিরোধিতা করে জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপস করবেন না।
জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপস হবে না।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অভিযোগ করেন যে, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এবং মার্কিন প্রশাসনের প্রতি অসম্মান দেখিয়েছেন। ট্রাম্প এ বক্তব্যের প্রতি সমর্থন জানান।
উত্তপ্ত পরিবেশের কারণে হোয়াইট হাউস নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করে এবং জেলেনস্কিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়। পরে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি স্বীকার করেন যে বৈঠকের বিতর্ক কোনো পক্ষের জন্যই ভালো ফল আনবে না এবং তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চান।
ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন জানালেও, এই বৈঠকের পর ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।