রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১১ ১৪৩১, ২৪ শা'বান ১৪৪৬

ব্রেকিং

সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’: তারেক রহমান সব কিছু মিলিয়ে যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল: নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এস আলমের ৮ হাজার ১৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা চার ডিআইজি অবসরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা: চিফ প্রসিকিউটর কোনো দলের তল্পিবাহক হবেন না, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে পরিপত্র জারি অনুতাপ ও বিবেকবোধ থেকে ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়: ছাত্রদল ছাত্রদল ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, সর্বোচ্চ ফি ২৭৮৫ টাকা বাসায় ঢুকে পায়ে গুলি, ‘ব্যাচেলর পয়েন্টের’ আজাদ হাসপাতালে নেতানিয়াহু চুক্তি নস্যাৎ করতে ‘নোংরা খেলা’ খেলছেন: হামাস

আন্তর্জাতিক

ফেডারেল কর্মচারীদের কাজের বিবরণ চেয়ে ট্রাম্প প্রশাসনের ই-মেইল

 প্রকাশিত: ১৬:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফেডারেল কর্মচারীদের কাজের বিবরণ চেয়ে ট্রাম্প প্রশাসনের ই-মেইল

ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারীদের কাছে একটি ই-মেইল পাঠিয়েছে, যেখানে তাঁদের আগের সপ্তাহের কাজের বিবরণ সোমবার রাতের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ই-মেইলে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে।

এই নির্দেশনার পেছনে সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ইলন মাস্কের ভূমিকা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান যে, ফেডারেল কর্মচারীদের ই-মেইলের মাধ্যমে কাজের বিবরণ দিতে হবে, অন্যথায় তাঁদের পদত্যাগ করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। মাস্কের পোস্টের কিছুক্ষণ পরেই এই ই-মেইল পাঠানো হয়।
 
মাস্ক পোস্টে বলেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ই–মেইল পাবেন। এই ই–মেইলে তাঁরা গত সপ্তাহে কী কাজ করেছেন, তা বোঝার জন্য অনুরোধ থাকবে। ই–মেইলে সাড়া দিতে ব্যর্থ হলে তা পদত্যাগ হিসেবে গণ্য হবে।

এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও প্রশাসন ঢেলে সাজানোর পক্ষে মত দেন। তাঁর পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই মাস্ক ওই ঘোষণা দেন।

ট্রাম্প তাঁর পোস্টে বলেন, ২৩ লাখের শক্তিশালী ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও ঢেলে সাজানোর প্রচেষ্টায় ডিওজিইর আরও আক্রমণাত্মক হওয়া উচিত।

এই ই-মেইল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন -সহ বিভিন্ন সংস্থার কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে। ই–মেইলের বিষয়বস্তুর শিরোনাম: ‘গত সপ্তাহে আপনি কী করেছেন?’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ই-মেইলে কর্মচারীদের তাঁদের কাজের সারাংশ পাঁচটি বুলেট পয়েন্টে দিতে বলা হয়েছে এবং ব্যবস্থাপকদের কাছে অনুলিপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
 
তবে, কেউ সাড়া না দিলে তাঁকে কীভাবে আইনি ভিত্তিতে বরখাস্ত করা হবে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে মার্কিন ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এএফজিই জানিয়েছে, যেকোনো বেআইনি চাকরিচ্যুতির বিরুদ্ধে তারা আইনি লড়াই করবে।