রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৪ শা'বান ১৪৪৬

ব্রেকিং

এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: তারেক রহমান আজহারের মুক্তির ব্যবস্থা করুন, সরকারকে জামায়াত আমির নতুন দলের আত্মপ্রকাশ ২৬ ফেব্রুয়ারি, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত নায়েম থেকে সরিয়ে দেওয়া হল কবি গালিবকে বাসে ডাকাতি-‘শ্লীলতাহানি’: তিন ডাকাত গ্রেপ্তার, এএসআই বরখাস্ত বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুতি রয়েছে: জ্বালানি উপদেষ্টা স্থায়ী ক্যাম্পাস না থাকলে ব্যবস্থা নেবে ইউজিসি পিতৃমাতৃহীন সিয়ামকে কি মনে রাখবে এই দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের, ‘প্রস্তুত’ ইসরায়েল

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত

 প্রকাশিত: ১৭:১৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত

ইসরায়েলি সামরিক কারাগার ওফারের বাইরে সাঁজোয়া যান।

দখলে থাকা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা ওয়াফা।

নিহত ১২ বছর বয়সী আয়মান নাসের আল-হায়মুনি হেবরনের বাসিন্দা, ১৩ বছর বয়সী রিমাস আল-আমুরি জেনিনের।

ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা জানায়, হেবরনের দক্ষিণে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী আল-হায়মুনিকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা সেখানেই তাকে মৃত ঘোষণা করেন।

আল-আমুরির পেটে গুলি লাগে। তাকেও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাও বাঁচানো যায়নি।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-ফিলিস্তিন (ডিসিআইপি) জানিয়েছে, শুক্রবার বিকেলে জেনিনে নিজ বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায়ই আল-আমুরিকে গুলি করা হয়।

এক ইসরায়েলি সেনা সাঁজোয়া গাড়ি থেকে কমপক্ষে পাঁচটি গুলি চালায়, গুলিগুলো শিশুটির পিঠে লাগে।

ইসরায়েলি সেনারা হুট করে কোনো সতর্কবার্তা ছাড়াই শিশুটির ওপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ডিসিআইপির প্রতিনিধি আয়েদ আবু ইকতাইশের।

ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের নাবলুস, তুলকারেম, জেনিন ও নাবলুসে শুক্রবার রাতভরও ব্যাপক অভিযান চালিয়েছে।

ওয়াফা ও স্থানীয় সূত্রগুলো বলছে, ইসরায়েলি সেনারা অধিকৃত পূর্ব জেরুজালেমের কাফর আকাব, নাবলুস, এল-বিরেহ, জেরিকো, বেথেলহেম, রামাল্লা ও দেইর আমমার শরণার্থী শিবিরে অভিযান চালায়।

এর বাইরে নাবলুস শহরের পশ্চিমে জাওয়াতা শহর থেকে তারা এক ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করেছে।