মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার হচ্ছে: আসিফ নজরুল আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার কোনো অপরাধীকে ‘বাইরে’ দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ গণহত্যার আসামির জামিনে বিচারকদের ‘সতর্ক’ থাকতে বললেন আইন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম ‘সাগর-রুনি হত্যায় যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা মুখ খুলেছেন’ সাগর-রুনি হত্যার ১৩ বছর: তদন্ত নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা ‘আরাকান আর্মির হাতে’ ৪ বাংলাদেশি জেলে অপহৃত জিম্মি মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হওয়া উচিত: ট্রাম্প ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস

আন্তর্জাতিক

সালমান রুশদিকে অন্ধ করে দেওয়া আততায়ীর বিচার শুরু

 প্রকাশিত: ১১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সালমান রুশদিকে অন্ধ করে দেওয়া আততায়ীর বিচার শুরু

বুকারজয়ী ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদির ওপর ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত আততায়ী হাদি মাতারের বিচার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।

চতাকুয়া কাউন্টির আদালত প্রাঙ্গনে হাদি মাতারকে সোমবার আদালতকক্ষে হাজির করা হয়। বিবিসি সাংবাদিকরা জানিয়েছেন, আদালতকক্ষে ঢুকেই পাবলিক গ্যালারির উদ্দেশে মাতার বলেন, ‘ফিলিস্তিন মুক্ত হোক’।

মাতারের বিরুদ্ধে মঞ্চে উঠে রুশদিকে ১০ বার ছুরিকাঘাত করার অভিযোগ আছে। এই হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। তার লিভারও ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানের মঞ্চে ২০২২ সালে এই ছুরি হামলার শিকার হন রুশদি।

ওইবছর অগাস্টে শাটাকোয়া ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন বুকারজয়ী এই লেখক। যখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখনই এক আততায়ী দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।

১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য তিন দশকের বেশি সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসছিলেন এর লেখক রুশদি। তার এই উপন্যাস বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছিল এবং বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

রুশদির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হাদি মাতার মার্কিন নাগরিক। তবে রুশদিকে হত্যাচেষ্টার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।