সৌদি আরব বা আমিরাতে হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের স্থান হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল রাশিয়ার দুই কর্মকর্তা একথা জানিয়েছেন।
ট্রাম্প বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেইন যুদ্ধ শেষ করতে চান এবং পুতিনের সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত। পুতিনও নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউক্রেইন ও জ্বালানি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত বলে জানিয়েছেন।
রাশিয়ার কর্মকর্তারা বারবারই ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ থাকার কথা অস্বীকার করে এসেছেন। দুই নেতার এই ফোনালাপের পরই এ বছর শেষের দিকে শীর্ষ বৈঠক হতে পারে।
ঊর্ধ্বতন রুশ কর্মকর্তারা সম্প্রতি কয়েকসপ্তাহে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দুই দেশই সফর করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের একজন জানান, সৌদি আরব কিংবা আমিরাতে বৈঠক করার ব্যাপারে রাশিয়ায় এখনও বিরোধিতা রয়েছে। কিছু কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সম্পর্ক থাকার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ক্রেমলিনও কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে ট্রাম্প ও পুতিন দুই নেতাই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শাসকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন।