লিবিয়া উপকূলে ২০ লাশ, সবাই বাংলাদেশি হওয়ার ‘শঙ্কা’
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে যে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের সবাই বাংলাদেশি বলে ‘ধারণা’ করেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাতে এই আশঙ্কার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, নিহত ২০ জনেরই দাফন হয়েছে। মরদেহগুলো পচে যাওয়ার অবস্থায় ছিল।
“কোনো সূত্রে নিহদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, সবাই বাংলাদেশি।”
নিহত অভিবাসীদের সঙ্গে কোনো কাগজপত্র না পাওয়ার কথা জানিয়ে বাংলাদেশ দূতাবাস বলেছে, ঘটনাস্থল লিবিয়ারপূর্বাঞ্চলীয় সরকারের অধীনে, যার রাজধানী বেনগাজিতে।
বাংলাদেশ দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি পায়নি বলেও জানানো হয়েছে ওই বার্তায়।
লিবিয়ায় বাংলাদেশে দূতাবাসের ফেইসবুক পেইজে বলা হয়, “ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে গত দুই দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।
“স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে এসেছে। উদ্ধার মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা বিভিন্ন সূত্রে জানা গেলেও এই বিষয়ে দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি।”
নৌকাডুবির ঘটনায় নিহদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা নিয়েছে।