এবার ফিলাডেলফিয়ায় শিশুসহ ৬ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
ওয়াশিংটনে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে বড় ধরনের প্রাণহানির তিনদিনের মাথায় আবারও যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার শিকার হয়েছে একটি উড়োজাহাজ। এবারের দুর্ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়ায়।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার শিশুসহ ৬ আরোহী নিয়ে ফিলাডেলফিয়ার বাড়িঘরের ওপর আছড়ে পড়ে একটি ছোট উড়ো্জাহাজ। যেটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করত।
উড়োজাহাজটি পরিচালনাকারী কোম্পানি জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও আরোহীদের কারো বেঁচে থাকার কোনো খবর দিতে পারেনি।
উড়োজাহাজটিতে এক শিশু রোগী, তার একজন সহকারী এবং চারজন ক্রু ছিলেন বলে জানিয়েছে কোম্পানিটি।
“কেউ বেঁচে আছে কি না সেই ব্যাপারে এই মুহূর্তে নিশ্চিত নই আমরা,” এক বিবৃতিতে বলেছে জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
“পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের দুঃখজনক ঘটনা ঘটেছে। আরও কিছু নিরীহ প্রাণ হারিয়ে গেল। আমাদের লোকজন সেখানে পুরোদমে কাজ করছে। প্রাথমিক উদ্ধারকারীরা যা করেছে, তাদের কৃতিত্ব দিতেই হয়,” লিখেছেন ট্রাম্প।
২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে।
ওই ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়।
ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, ফিলাডেলফিয়ায় ‘লিয়ারজেট ৫৫’ মডেলের উড়োজাহাজটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিধ্বস্ত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরপূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট মলের কাছে একটি আবাসিক এলাকার বাড়িঘরের ওপর আছড়ে পড়ে উড়োজাহাজটি। এতে মাটিতে থাকা কয়েকজনও আহত হন।
একটি স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি আকাশ থেকে খাড়াভাবে নেমে ঘনবসিতপূর্ণ এলাকার ওপর পড়ে এবং আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়।
এ ঘটনায় অন্তত একটি বাড়ি এবং কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ‘ফিলাডেলফিয়া ইনকোয়েরার’। ঠাণ্ডা এবং বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে ওই সময় দৃশ্যমানতাও স্পষ্ট ছিল না।
এফএএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটি উত্তরপূর্ব ফিলাডেলফিয়া থেকে ১১০০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন বিমানবন্দরে যাচ্ছিল।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফিলাডেলফিয়ার মেয়র শেরিল পার্কার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা সম্পর্কে তিনি জানতে পারেননি।
“সবাই এখানে কাজ করছে, আমরা এখানেই আছি,” বলেন তিনি।
ফিলাডেলফিয়া সিবিএসের একটি সহযোগী সংস্থা থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি অগ্নিকাণ্ড ঘিরে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ট্রাক।
দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে আগুন অনেকটাই নিভিয়ে ফেলা হয় বলে টেলিভিশনের ছবিতে দেখা গেছে।
ফিলাডেলফিয়ার জরুরি বিভাগ সামাজিক মাধ্যমে ‘বড় ধরনের দুর্ঘটনার’ খবর দিলেও বিস্তারিত কিছু বলেনি। সেখানকার পুলিশ ও ফায়ার সার্ভিসও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো সামাজিক মাধ্যমে লিখেছেন, “প্রাথমিক উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে কাজ করছে, আমরা সব ধরনের সহায়তা দিচ্ছি।”