বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান

 প্রকাশিত: ০৮:৫৭, ২২ জানুয়ারি ২০২৫

পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান

পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হার্জি হালেভি। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের সময় ‘ব্যর্থতার’ জন্য দায়ভার নিয়ে গত সোমবার পদত্যাগ করেন তিনি।

পদত্যাগপত্রে হালেভি বলেছেন, ৭ অক্টোবর (সামরিক বাহিনীর) ব্যর্থতার জন্য আমি আমার দায় স্বীকার করছি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। এ ঘটনায় ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু।

১৫ মাস ধরে চলা যুদ্ধে অবসানে চলতি সপ্তাহে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ১৯ জানুয়ারি থেকে এ চুক্তি কার্যকর হয়েছে।