বিশ্বকে কড়া বার্তা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার অভিষেকের ভাষণে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও ঐক্য বজায় রাখায় ভূমিকা নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কথাও তিনি সংক্ষেপে তুলে ধরেছেন। তবে বিশ্ববাসীকে তিনি দিয়েছেন কড়া বার্তা।
তার ভাষণটি ছিল বিশ্বকে দেওয়া আরেক কঠোর এবং চ্যালেঞ্জিং বক্তব্য। আর তাতে ছিল আমেরিকার শক্তি ও সম্ভাবনার ফুলঝুরি। স্বভাবসুলভভাবেই, আমরিকার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে হুমকি দিয়েছেন ট্রাম্প।
পানামা খালকে "পানামার জন্য একটি বোকার মতো উপহার" বলে ট্রাম্প উল্লেখ করেছেন এবং এ বিষয়ে কিছু একটা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, "আমরা এটি ফিরিয়ে নিচ্ছি।"
পানামা খাল খননে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল। মূলত যুক্তরাষ্ট্রই খালটি নির্মাণ করে কয়েক দশক ধরে এর আশপাশের এলাকায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। এরপর তারা পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনা করে। পরে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র এ খালের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছিল পানামার কাছে।
এরপর থেকে খালটি পরিচালনা করছে পানামা। ট্রাম্প আগেই বলেছিলেন, পানামা গুরুত্বপূর্ণ এই জলপথের ব্যবস্থাপনা ঠিকমত করতে না পারলে এই খাল যুক্তরাষ্ট্রকে দেওয়ার দাবি জানাবেন। খালটি ‘ভুল হাতে’ পড়ুক তা তিনি হতে দেবেন না।
অভিষেকের ভাষণে ট্রাম্প কেবল পানামাই নয়, মেক্সিকো উপসাগর প্রসঙ্গে বলেছেন, এটি এখন থেকে “আমেরিকা উপসাগর” নামে পরিচিত হবে।
যুক্তরাষ্ট্র তাদের সীমানা সম্প্রসারণ করবে এমন কথা ট্রাম্প উচ্চারণ করে দ্রুতই অন্য প্রসঙ্গে চলে গেছেন। তিনি বলেছিলেন, আমেরিকা সম্পদ এবং ভূখন্ড বাড়াবে। পরক্ষণেই মঙ্গলগ্রহে আমেরিকার পতাকা গাড়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প।
মাদকচক্র এবং বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলো মোকাবেলায় ট্রাম্প পুরোনো হুমকিই আবার দিয়েছেন। বিশ্ব অর্থনীতিতে শুল্ক আরোপের কথাও আবার বলেছেন ট্রাম্প।
তিনি বলেন, “আমরা আমাদের নাগরিকদের সমৃদ্ধ করতে বিদেশের ওপর শুল্ক ও কর আরোপ করব।”