যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু, শপথ নিয়ে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় প্রত্যাবর্তন ঘটানো ডনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন। ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটুন্ডায় তিনি শপথ নেন।
দুটো বাইবেলে হাত রেখে শপথ নেন ট্রাম্প। একটি বাইবেল তার মায়ের দেওয়া। অন্যটি আব্রাহাম লিংকনের বাইবেল। এই বাইবেলে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রে আগের কয়েকজন প্রেসিডেন্ট; যার মধ্যে আছেন আব্রাহাম লিংকন নিজেও। ১৮৬১ সালে আব্রাহাম এ বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছিলেন।
দেড়শ বছরের সেই পুরোনো বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি যুক্তরাষ্ট্রকে সর্বাগ্রে রাখব।”
ডনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে তার বক্তব্য শুরু করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের স্বাগত জানিয়ে।
দর্শকশ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, “আমেরিকার শ্রমিক এবং তাদের পরিবারগুলোকে রক্ষায় আমি অবিলম্বে বাণিজ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব। অন্য দেশগুলোকে সমৃদ্ধ করতে আমাদের দেশের নাগরিকদের ওপর করারোপের পরিবর্তে আমরা বরং আমাদের নাগরিকদের সমৃদ্ধ করতে ভিন দেশগুলোর ওপর শুল্ক ও কর চাপাব।”
দেশের 'সার্বভৌমত্ব' পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে ঠিক কিভাবে দেখতে চান সে দিকটাই ট্রাম্প তার বক্তব্যে তুলে ধরেছেন। তিনি বলেন, "আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে, ন্যায়বিচারের দাঁড়িপাল্লা পুনরায় ভারসাম্যপূর্ণ হবে। মার্কিন বিচার বিভাগের "জঘন্য, সহিংস ও অন্যায্য অস্ত্রায়ন শেষ হবে।”
যুক্তরাষ্ট্র আবার নিজেদেরকে বর্ধনশীল একটি জাতি হিসাবেই গণ্য করবে জানিয়ে ট্রাম্প ‘আমেরিকার সম্পদ এবং ভূখণ্ড বাড়ানোর প্রতিশ্রুতি’ দিয়েছেন ভাষণে।
চার বছর আগে ক্ষমতা না ছাড়তে চাইলেও হোয়াইট হাউজ ছাড়তে বাধ্য হয়েছিলেন ট্রাম্প। চার বছর পর দেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে সেই হোয়াইট হাউজেই ফিরছেন তিনি।
২০২০ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজয়ের পর পৌঁছে গিয়েছিলেন খাদের কিনারে; সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, আততায়ীর বুলেট এড়িয়ে, অধিকাংশ মার্কিন ভোটারের সমর্থন নিয়ে ৫ নভেম্বর দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান ট্রাম্প।
সোমবার ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উভয়েই শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর ১২টায় এই শপথ অনুষ্ঠান শুরু হয়।
তীব্র শীতের কারণে ৪০ বছরের মধ্যে এই প্রথম অভিষেক অনুষ্ঠান মার্কিন ক্যাপিটল ভবনের পশ্চিম দিকের খোলা সিঁড়ির পরিবর্তে গম্বুজঅলা গোলাকার হলঘর রোটান্ডায় অনুষ্ঠিত হয়েছে।
চার বছর আগে ট্রাম্পর একদল উগ্র সমর্থক মার্কিন গণতন্ত্রের প্রতীক এই ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল, তারা ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে রিপাবলিকান ট্রাম্পের পরাজয় আটকানোর ব্যর্থ চেষ্টায় ঘটনাটি ঘটিয়েছিলেন।
ঊনিশ শতকের পর থেকে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচনের হারার চার বছর পর ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন।
মার্কিন প্রেসিডেন্টদের ঐতিহ্যগত অভিষেক অনুষ্ঠানগুলো থেকে ব্যতিক্রম ঘটিয়ে তার এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিদেশি নেতা। এদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের পাশাপাশি তার কিছু প্রতিদ্বন্দ্বী নেতাও উপস্থিত ছিলেন। রয়টার্সের খবর অনুযায়ী, অনুষ্ঠানে আনুমানিক মোট পাঁচ লাখ অতিথি উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ঐহিত্য অনুযায়ী প্রেসিডেন্টের অভিষেক একটি অভ্যন্তরীণ বিষয়। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সাধারণত মার্কিন কর্মকর্তা, দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্টদের উপস্থিতিতে ক্যাপিটল ভবনের সিঁড়িতে স্থাপিত খোলা মঞ্চে শপথ গ্রহণ করেন। আশপাশের খোলা জায়গা থেকে উপস্থিত জনতা এই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেন।
কিন্তু এবারের শপথ অনুষ্ঠানে এই ঐতিহ্য ভেঙেছেন ট্রাম্প। এই অনুষ্ঠানে অভিষেক বক্তৃতা, প্যারেড, সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি বিদেশি অতিথিরাও অংশ নিয়েছেন। এতে অনুষ্ঠানটি আর অভ্যন্তরীন না থেকে আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়ায়।