তিন জিম্মির নাম দিল হামাস, যুদ্ধবিরতি শুরু
হামাস তিন জিম্মির নাম ইসরায়েলি কর্তৃপক্ষকে দেওয়ায় নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
জিম্মিদের নাম পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, রোববার স্থানীয় সময় সোয়া ১১টা থেকে (বাংলাদেশ সময় বিকাল সোয়া তিনটা) যুদ্ধবিরতি কার্যকর হবে।
এদিন সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির প্রথম দিন হামাস কোন কোন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা না পেয়ে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা পিছিয়ে দেয়।
হামাস সেসময় জানায়, কারিগরি জটিলতায় তারা নাম দিতে পারছিল না। তবে অল্প সময় পরেই তারা তিন নারী জিম্মির নাম প্রকাশ করে।