রোববার ১৯ জানুয়ারি ২০২৫, মাঘ ৬ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬

ব্রেকিং

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাজী নজরুল দৌহিত্র বাবুল কাজী আর নেই পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা আ. লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের: প্রেস সচিব সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা গণতন্ত্র নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের আহ্বান ফখরুলের বাইক্কা বিলে দেখা মিলল বিশ্বের দ্রুততম পাখি পেরিগ্রিন ফ্যালকনের তিন জিম্মির নাম দিল হামাস, যুদ্ধবিরতি শুরু প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন: সিইসি রাজনীতি-সংশ্লিষ্টদের ভোটার হালনাগাদ কার্যক্রমে নিয়োগ নয় গাজার ধ্বংসস্তূপ: অবিস্ফোরিত বোমা সরাতে যাবে এক দশক

আন্তর্জাতিক

ট্রাম্পের আসন্ন অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ

 প্রকাশিত: ০৮:৫০, ১৯ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের আসন্ন অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আসন্ন অভিষেকের প্রস্তুতি চলার মাঝেই বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভে জড়ো হচ্ছে। তাদের মধ্যে বেশির ভাগই নারী। কেবল ওয়াশিংটন ডিসিতেই নয়, গোটা দেশজুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা শনিবারই শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিক্ষোভ আয়োজকদের হিসাবমতে, এই পদযাত্রায় যোগ দিতে পারে ৫০ হাজার পর্যন্ত মানুষ।

তবে পুলিশের ধারণা,মোট মানুষের সংখ্যা হতে পারে ২৫ হাজার। ওয়াশিংটনে শনিবারের বিক্ষোভের আয়োজকরা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে আছে- জলবায়ু সংকট, অভিবাসন, নারী অধিকারসহ আরও নানা বিষয়।

আয়োজকরা বলছেন, সবাই মিলে ‘ট্রাম্পইজম’ (ট্রাম্পের ভাবাদর্শ) মোকাবেলা করাটাই আজকের বিক্ষোভের মূল বিষয়। বিবিসি জানায়, ওয়াশিংটন ডিসি’র লিংকন মেমোরিয়ালের দিকে পদযাত্রা শুরু হয়ে গেছে। তিনটি স্থান থেকে পদযাত্রা করে মানুষ সেখানে জড়ো হচ্ছে।

ফলে বিক্ষোভে ধীরে ধীরে বাড়ছে মানুষের সংখ্যা। পদযাত্রায় যোগ দেওয়া এক নারী বলেন, মানুষ এখনও ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন বোধ করবে বলেই তিনি আশা করেন।


তার মতে, ট্রাম্পের এবারের প্রেসিডেন্সির মেয়াদে ঝুঁকি আগের চেয়ে আরও অনেক বেশি। কারণ, ট্রাম্প এবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। ধনকুবের শ্রেণির মানুষকে তার পাশে পেয়েছেন। এই নারী বলেন, “আমরা এখনও এখানে আছি, আমরা প্রতিহত করব।”

মানুষের বিক্ষোভ পদযাত্রা শুরুর স্থানগুলো হল: ফারাগুট স্কয়ার- গণতন্ত্র, অভিবাসন, সামরিকবাদ-বিরোধীতা এবং জলবায়ু প্রশ্নে বিক্ষোভ করে আসা গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দেবেন এই স্কয়ার থেকে যাত্রা করা মানুষেরা।

মেকফেরসন স্কয়ার: এই স্কয়ার থেকে যাত্রা করা মানুষেরা ওয়াশিংটনের নানা সমস্যা, ফিলিস্তিনি ইয়ুথ মুভমেন্ট ডিসি এবং অন্যান্য আরও নানা সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দেবে।

ফ্র্যাঙ্কলিন পার্ক: এই স্থান থেকে যাত্রা করা মানুষেরা সামিল হবে গর্ভপাতের অধিকার, লিঙ্গ বিষয়ক বিভিন্ন বিষয় এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকারের মতো বিষয়গুলো নিয়ে বিক্ষোভ করে আসা গোষ্ঠীগুলোর সঙ্গে।