লস অ্যাঞ্জেলেসে দাবানল: বিপজ্জনক বাতাস ফেরার পূর্বাভাস, ‘জরুরি প্রস্তুতি’ চলছে
ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে বিপজ্জনক তীব্র ঝড়ো বাতাস সোমবারেই ফিরে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই বাতাস দাবানল আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে দুটো জায়গায় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা এতে ব্যাহত হতে পারে।
তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। তার মধ্যেই যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানায়, স্যান্টা অ্যানা বাতাস আবার সোমবার থেকে ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে বইতে শুরু করবে আর বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
ঝড়ো এই বাতাসের হুমকির মুখে লাল পতাকা সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে’ জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন,ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে।
পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য কর্মীরা পুরোপুরি ভাল প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ৯২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৮৯ হাজার মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা।
লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেন, “আমরা এখনও স্পষ্ট করে কিছু জানি না। আমাদের অসতর্ক হয়ে পড়লে চলবে না।” করমকরতারা বলছেন, যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি সেসব জায়গায় দমকলকর্মীরা আগে থেকেই আগুন নেভানোর জন্য অবস্থান নিচ্ছে।
এর মধ্যে আছে- পলিসেইডস এবং ইটনও। এ দুই জায়গায় ৮ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। আকাশ এবং স্থলপথে আরও বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। যদিও এতকিছুর পরও কোনওকিছুরই নিশ্চয়তা নেই বলে স্বীকার করেছেন ক্রাউলি।
তিনি বলেন, “আমরা যে এর পরের দাবানল বাগে এনে ছোট জায়গার মধ্যে সীমিত রাখতে পারব সে ব্যাপারে কখনওই নিশ্চিত না। পূর্বাভাস বলছে, ঘন্টায় ৭০ মাইল বেগে বাতাস বইবে। সেই বাতাসে বেড়ে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন।”
গত কয়েকদিনে দমকলকর্মীরা বিভিন্ন স্থানে আগুন যতটুকু নিয়ন্ত্রণে আনতে পেরেছে তাও ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে নতুন করে বাতাস ফিরে আসলে। বাতাস বেড়ে যাওয়ার আগেই পালিসেইডস ও ইটনের দাবানল ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে।
পলিসেইডস এর আগুন ১৪ শতাঙশ নিয়ন্ত্রণে এসেছে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে পালিসেইডস। যেখানে প্রায় ২৩ হাজার একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে, ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে ১৪ হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়েছে। তবে আগুন ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ওদিকে, হার্স্ট-এ পুড়েছে ৭৯৯ একর। তবে সেখানকার আগুনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বড় এই দাবানলগুলো নিয়ন্ত্রণে আসতে শুরু করার মধ্যেই কর্তৃপক্ষ নতুন করে বিপজ্জনক বাতাস ফেরার সতর্কবার্তা দিয়েছে। এ বাতাস হতে পারে বিপর্যয়কর।
এতে গোটা লস এঞ্জেলসই দাবানলের হুমকির মুখে পড়েছে। বিবিসি-কে পাসাডেনার দমকল বিভাগের প্রধান চাদ অগাস্টিন বলেন, “আমরা হয়ত আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছি। কারণ, মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে।”
এরই মধ্যে আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি বলেন, ফিরে আসার পূর্বাভাস থাকা ঝড়ো বাতাসে আর্দ্রতা খুবই কম থাকায় লস অ্যাঞ্জেলেসজুড়ে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে অনেক বেশি।
লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন। চারশ’সদস্য এর মধ্যেই কাজ করছে।