নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে রকেট ছুড়ল হামাস
নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনি ছিটমহল গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস।
মধ্যরাত পার হয়ে বুধবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায়, গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে দু’টি রকেট ছোড়া হয়েছে।
ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম নিউজ জানায়, স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর অতিক্রম করার পর নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজার সীমান্ত এলাকাগুলোতে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
আইডিএফ বলেছে, তারা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে একটি রকেট প্রতিরোধ করেছে আর অপর রকেটটি খোলা জায়গায় পড়ে বিধ্বস্ত হয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা মেগান ডেভিড আদম জানিয়েছে, রকেট হামলার সাইরেন বাজার পর কেউ আহত হয়েছে বলে কোনো খবর পায়নি তারা।
হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসাম ব্রিগেড হামলার দায় স্বীকার করেছে বলে খবর জেরুজালেম পোস্টের।
এ ঘটনার কিছুক্ষণ পর আইডিএফের মুখপাত্র কর্নেল অভিচয় অদ্রি সামাজিক মাধ্যম এক্স এ আরবিতে করা পোস্টে গাজার মধ্যাঞ্চলীয় আল-বুরেইজের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে সতর্ক করে।
পোস্টে লেখা হয়েছে, “আগে বেশ কয়েকবার সতর্ক করা সত্ত্বেও সন্ত্রাসী সংগঠনগুলো আবার এই এলাকা থেকে রকেট ছুড়ছে। আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য অবিলম্বে মানবিক জোনে চলে যান।”
গেল বছর শুরুর কিছুক্ষণ পরও গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে এক পশলা রকেট ছোড়া হয়েছিল। ওই সময় মধ্যরাত পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের গাজা সীমান্ত সংলগ্ন এলাকা ও দেশটির মধ্যাঞ্চলে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছিল।