বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, পৌষ ১৯ ১৪৩১, ০২ রজব ১৪৪৬

ব্রেকিং

হাসিনাকে ফেরানো আর স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে: পররাষ্ট্র উপদেষ্টা এমপিও ভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটি’র মাধ্যমে বেতন পাবেন: শিক্ষা উপদেষ্টা রেমিটেন্সের জোয়ারে ডিসেম্বরে এল ২.৬৪ বিলিয়ন, বাড়ল ৩৩% বাধ্যতামূলক অবসরে আরও ৩ অতিরিক্ত আইজিপি যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০ দুয়ার খুলল বাণিজ্য মেলা: ২০২৫ সালের বর্ষপণ্য আসবাব বন্ধের নোটিস প্রত্যাহার, খুলে দেওয়া হয়েছে এস আলমের ৯ কোম্পানি বায়তুল মোকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে: ধর্ম উপদেষ্টা মাদারীপুর হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই ৬ মাস, ভোগান্তি নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে রকেট ছুড়ল হামাস

আন্তর্জাতিক

বিশ্বচিত্র: ভোট আর ভরপুর অস্থিরতার ২০২৪

 প্রকাশিত: ১১:২৯, ৩০ ডিসেম্বর ২০২৪

বিশ্বচিত্র: ভোট আর ভরপুর অস্থিরতার ২০২৪

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নির্বাচন আর অস্থিরতায় ভরা একটি বছর পার করল বিশ্ব। ২০২৪ সালে ৬০টিরও বেশি দেশে বিশ্বের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ মানুষ নির্বাচনে ভোট দিয়েছে।

ভারত, পাকিস্তান থেকে রাশিয়া, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, মেক্সিকো থেকে দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান থেকে পর্তুগাল এমনকি বাংলাদেশেও এ বছর নির্বাচন হয়েছে।

বিশ্বজুড়ে বেড়েছে অস্থিরতাও। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ ২০২৪ সালে তৃতীয় বছরে গড়িয়েছে। ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধের বিস্তার ঘটেছে মধ্যপ্রাচ্য জুড়ে। যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ঘটনায় একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

প্রতিবারের মত এবছরও কিছু প্রাকৃতিক দুর্যোগ খবরের শিরোনাম হয়েছে। বিশেষ করে হারিকেন হেলেন এবং স্পেনের বন্যা। কিছু বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে এবছরও। অস্কারে বড় জয় পেয়েছে ওপেনহেইমার। আর কী কী ঘটেছে এবছর? দেখে নেওয়া যাক রয়টার্সের ছবিতে।

তাইওয়ানে নির্বাচন হয়েছে ১৩ জানুয়ারি। নির্বাচনের আগে প্রচারাভিযান চলাকালে হাত নাড়ছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং-তে। তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন লাই। তাইওয়ান ছাড়াও ভুটান, ফিনল্যান্ড, কমরোস, টুভ্যালু এবং বাংলাদেশেও নির্বাচন হয়েছে এ মাসে।

১৪ জানুয়ারি ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা ৫২ বছর পর সিংহাসন ছাড়ার ঘোষণা দেন। মার্গারেটার জায়গায় ডেনমার্কের রাজা হন তার বড় ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন হয়। তাতে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার হয়। ইমরান খানের দল পিটিআই ভোটে ভালো ফল করলেও তাদের বাদ দিয়ে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন ও পিপিপি-সহ কয়েকটি দল জোট সরকার গঠনের ঘোষণা দেয়।

১৬ ফেব্রুয়ারি রাশিয়ার কারাগারে মারা যান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। তার এই মৃত্যু বিশ্বে আলোড়ন তোলে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক হিসাবে পরিচিত ছিলেন নাভালনি। তার স্মরণে জার্মানির মিউনিখের রুশ কনস্যুলেটের সামনে ছবির পাশে মোমবাতি জ্বালিয়েছেন সমর্থকরা।

আফ্রিকার দেশ সেনেগালে নির্বাচন হয় ২৪ মার্চ। প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পান সরকারবিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে। ভোটের দিন ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন তিনি।

আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর অস্কারের এবারের মঞ্চটি ছিল যেন কেবলই ‘ওপেনহাইমার’এর জন্য। ১১ মার্চ এই আসরে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ওপেনহাইমার। ছবিতে সেরা চলচ্চিত্রের অস্কার হাতে ওপেনহাইমার প্রযোজক এমা টমাস, নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং অভিনয়শিল্পীরা।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি ব্রিজের একাংশ ধসে পড়ে গত ২৬ মার্চ। সেতুতে থাকা গাড়ি ও মানুষ নদীতে পড়ে যায়। ৪৭ বছর পুরানো সেতুটির সঙ্গে যে জাহাজের সংঘর্ষ হয় সেটি ছিল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘দ্য ডালি’। এটি বাল্টিমোর বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছিল।

মেক্সিকোর মাজাতলান শহরে ২০২৪ সালের ৮ এপ্রিল প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য। বিশ্বে এই সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হয়েছিল মেক্সিকোবাসী। চাঁদ সূর্যকে ঢেকে দিতে শুরু করার সঙ্গে সঙ্গে সে দৃশ্য দেখতে মাজাতলানে ভিড় করে মানুষ। এরপরের ২ ঘণ্টায় একে একে যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্য এবং কানাডার মানুষ দেখে এই মহাজাগতিক দৃশ্য।

১৪ এপ্রিলে ইসরায়েলে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি ঘটায়। ইরানের সেই হামলা কার্যত ব্যর্থ হলেও আঞ্চলিক দুই দেশের মধ্যে এটিই ছিল প্রথমবারের মত সরাসরি সামরিক সংঘাত।

ভারতের লোকসভা নির্বাচন হয়েছে সাতটি পর্বে। ভোট শুরু হয় ১৯ এপ্রিল, আর সপ্তম পর্বের ভোট হয় ১ জুন। ৪ জুন প্রকাশিত ফলাফলে ফের বিজয়ী হয় নরেন্দ্র মোদীর দল বিজেপি।

গাজার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকায় ফিলিস্তিনিদের একটি আশ্রয়শিবিরে ২৬ মে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলার পর উদ্বাস্তু শিবিরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে শিবিরের তাঁবুগুলো পুড়ে যায়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ১৯ মে হঠাৎ করেই এক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন। এরপর ইরানের নতুন প্রেসিডেন্ট হন মাসুদ পেজেশকিয়ান।

দক্ষিণ আফ্রিকায় নির্বাচন হয় ২৯ মে। জাতীয় ও প্রাদেশিক এই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার দেখা যাচ্ছে ছবিতে।

৩০ মে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের আদালত। শারীরিক সম্পর্কের ব্যাপারে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তাকে ঘুষ দেওয়া এবং বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার ৩৪টি অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত প্রথম সাবেক প্রেসিডেন্ট হন তিনি।

*জুন:

যুক্তরাষ্ট্রের গোপন দলিল ফাঁস করে সাড়া ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘ আইনি লড়াইয়ের পর মার্কিন আদালতে দোষ স্বীকার করে মুক্তি পান ২৫ জুন। এরপর নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি।

২৫ জুনে প্রথমবারের মত চাঁদের দূরবর্তী মেরুর নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরে চীনের মহাকাশযান চ্যাং’ই-৬। বেইজিংয়ে একটি বিশাল স্ক্রিনের ভিডিওতে পৃথিবীতে ফেরার আগে চাঁদের মাটিতে নমুনা সংগ্রহ করতে দেখা যাচ্ছে চ্যাং’ই-৬ কে।

২৭ জুনে সিএনএন- এ টিভি বিতর্কে প্রথম মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্র্যাটিক জো বাইডেন এবং রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প। সেখানে বাইডেন খারাপ ফল করায় পরে তাকে প্রেসিডেন্ট নির্বাচনি দৌড় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়।

২৯ জুন নির্বাচন হয় উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায়। ক্ষমতাসীন মোহাম্মদ ওউলদ গাজোয়ানি প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হন। নির্বাচনের দিন ভোট দিতে নোউয়াকোটের ভোটকেন্দ্রে উপস্থিত হন ওউলদ।

যুক্তরাজ্যে ৫ জুলাইয়ের নির্বাচনের মধ্য দিয়ে নতুন প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।

১৩ জুলাইয়ে পেনিসিলভেইনিয়ার একটি নির্বাচনি প্রচার সমাবেশে আততায়ীর গুলি থেকে প্রাণে বেঁচে যান রিপাবিলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাস্প। তার কান ছুয়ে বেরিয়ে যায় গুলি।

ভেনেজুয়েলায় ভোট হয় ২৮ জুলাই। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। বিরোধীরাও তাদের প্রার্থী গোনসালেস উররুতিয়াকে জয়ী ঘোষণা করে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে গণবিক্ষোভ ডাকে। এর চার মাস পর বিরোধী প্রার্থী গোনসালেস উররুতিয়াকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

৬ অগাস্ট আরও এক প্রথমের জন্ম দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেদিন তিনি আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পান। এর মধ্য দিয়ে হ্যারিস প্রথম একজন কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী হিসাবে যুক্তরাষ্ট্রের একটি প্রধান রাজনৈতিক দলের হয়ে হোয়াইট হাউজের জন্য লড়েইয়ের টিকিট পেয়ে যান।

১৫ অগাস্ট কিরিবাতির পার্লামেন্ট নির্বাচন হয়। তাতে ক্ষমতাসীন টোবওয়ান কিরিবাতি পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে।

আলজেরিয়ায় ৭ সেপ্টেম্বরের নির্বাচনে আলজিয়ার্সের ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন। আলজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে নির্বাচিত হন তিনি।

২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন হেলেন। এর প্রভাবে টানা ভারি বৃষ্টিতে ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত সবগুলো রাজ্য বন্যায় ভেসে যায়। ফ্লোরিডাসহ নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, টেনেসি ও ভার্জিনিয়া মিলিয়ে মৃত্যু হয় ২৩০ জনের বেশি মানুষের। ক্ষয়ক্ষতি হয় ২ হাজার কোটি ডলারের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর হারিকেন ছিল এটি।

১ অক্টোবর মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ক্লাউদিয়া শেইনবাউম। দেশটির প্রেসিডেন্ট পদে তিনিই প্রথম ইহুদি।

৯ অক্টোবর সাধারণ নির্বাচন হয় মোজাম্বিকে। এছাড়া বতসোয়ানা, তিউনিসিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, উরুগুয়ে, বেলজিয়ামসহ আরও কয়েকটি দেশে এ মাসে ভোট হয়েছে।

১৩ অক্টোবরে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স মঙ্গল গ্রহ ও চাঁদে মানুষ এবং মালামাল বহনের জন্য তৈরি ‘স্টারশিপ’ রকেটের পঞ্চম পরীক্ষা চালায় টেক্সাস থেকে। আর এবারই প্রথম তারা সফলভাবে এই রকেটের ‘সুপার হেভি বুস্টার’ উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়।

২৯ অক্টোবরে স্পেনের পূর্বাঞ্চল ভ্যালেন্সিয়ায় পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। মারা যায় ২০০ জনের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটি প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বিপুল ভোটে জয় পান সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি দায়িত্ব নেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া প্রথম প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প।

সারা বছর জুড়ে চলা রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ ১৯ নভেম্বরে ১ হাজার দিনে গড়ায়। হাজার দিনের এ লড়াইযে অন্তত ৩০ হাজার ইউক্রেইনীয় নিহত হয়েছেন এবং ৭ লাখের বেশি রুশ সেনা নিহত কিংবা আহত হয়েছেন।

২৭ নভেম্বরে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুপক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়। এর মধ্য দিয়ে লেবানন সীমান্তে ১৪ মাস ধরে চলা লড়াই অবসানের পট প্রস্তুত হয়।

সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের পর বিদ্রোহীদের ঝড়ো অভিযানের মুখে ৮ ডিসেম্বরে পতন হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। অবসান হয় তার ২৪ বছরের শাসনের। সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান আসাদ। তার প্রসাদে চলে ব্যাপক লুটপাট।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের হঠাৎ সামরিক আইন জারিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়। চাপের মুখে এ আইন বাতিল করেও রেহাই পাননি ইউন। পার্লামেন্টে তিনি অভিশংসিত হন এবং ১৩ ডিসেম্বরে তাকে দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়।

৭ ডিসেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচন হয়। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বিরোধীদলীয় নেতা জন মাহামা। এছাড়া, ক্রোয়েশিয়া এবং জর্জিয়ায় এ মাসে ভোট হয়েছে।