বুধবার ০১ জানুয়ারি ২০২৫, পৌষ ১৮ ১৪৩১, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভিডিওতে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের মুহূর্ত

 প্রকাশিত: ১১:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৪

ভিডিওতে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের মুহূর্ত

দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার পরিচালিত একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ রোববার সকালে দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে।

দুই ইঞ্জিনের উড়োজাহাজটি কীভাবে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে।

তাতে দেখা যায়, আকাশযানটি দূরন্ত গতিতে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত হয়ে আগুনের কুণ্ডে পরিণত হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল কালো ধোঁয়ার কুণ্ডুলিতে আকাশ ছেয়ে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনে হয়েছে বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে উড়োজাহাজটি এর পেটের ওপর ভর করে (বেলি ল্যান্ডিং) অবতরণের চেষ্টা করেছিল, সম্ভবত এর ল্যান্ডিং গিয়ারগুলো পুরোপুরি খুলেনি।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে ছয় ক্রুসহ ১৮১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন, একজন যাত্রী ও একজন ফ্লাইট এ্যাটেনডেন্টকে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে।

উদ্ধারকারীরা উড়োজাহাজটির পেছনের অংশ থেকে যাত্রীদের বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। স্থানীয় সময় সকালে আকাশযানটি বিধ্বস্ত হওয়ার পর ৯টার দিকে বিমানবন্দরের জরুরি পরিষেবা উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে অন্তত ৩২টি ফায়ার ট্রাক ও প্রচুর দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।