বুধবার ০১ জানুয়ারি ২০২৫, পৌষ ১৮ ১৪৩১, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত

 আপডেট: ১১:৫৬, ২৯ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত

ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় জেজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

ভিডিওতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে। 

দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে। ধ্বংসস্তূপ থেকে দু'জন-একজন ক্রু এবং একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৭ জন মহিলা।

দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছেন এখন পর্যন্ত দুর্ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছে । 

মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি মুয়ান কাউন্টিতে অবস্থিত, যার অবস্থান সিউল থেকে প্রায় ২৮৮ কিলোমিটার (১৭৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ৩২টি ফায়ার ইঞ্জিনসহ দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল ৯:০৩ টায় (১২০৩ জিএমটি) জেজু এয়ারের ফ্লাইট নং-২২১৬ (ব্যাংকক থেকে মুয়ান) অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানে মোট ১৭৫ জন যাত্রী (২ থাই নাগরিক সহ) এবং ৬ জন ক্রু সদস্য ছিল।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বিধ্বস্ত স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।