বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১১ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্রেকিং

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমার্ধে কেবলমাত্র একটা নির্বাচনের জন্য ২ সহস্রাধিক মানুষ শহিদ হননি : আসিফ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক ১৩ বাংলাদেশি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার : রিউমার স্ক্যানার মোজাম্বিকে সংঘাতে দোকানপাট লুট, সরকারের সহায়তা চাইলেন বাংলাদেশিরা জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ বিসিএস প্রশাসন ক্যাডারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে কোপান ইরফান, জানাজানির ভয়ে বাকিদেরও হত্যা: র‌্যাব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতার নিরসন শীঘ্রই: আব্দুল্লাহ হামুদি আজারবাইজানের উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক

আজারবাইজানের উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

 প্রকাশিত: ১৬:৫২, ২৫ ডিসেম্বর ২০২৪

আজারবাইজানের উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আজারবাইজানের বাকু থেকে ৭২ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

কাজাখস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার আকতাউ শহরের কাছে এ ঘটনার পর জরুরি সেবা বিভাগের কর্মীরা ২৮ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন ওই এমব্রায়ার-১৯০ উড়োজাহাজে। সেটি মাটিতে আছড়ে পড়ার পর বিস্ফোণে অগ্নিগোলক তৈরি হয় এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

কাজাখস্তানের জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং দুই শিশুসহ বেঁচে যাওয়া আরোহীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবিসি লিখেছে, ওই ফ্লাইটের যাত্রীদের বেশিরভাগই আজারবাইজানের নাগরিক। এছাড়া রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের যাত্রীও ছিলেন।

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট জে২-৮২৪৩ বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে যাচ্ছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের তিন কিলোমিটার দূরে সেটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল।

রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল উড়োজাহাজটি। পরে আকতাউ বিমানবন্দরের কাছে সেটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি ঠিক কী ধরনের সমস্যায় পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়। কাজাখ কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এমব্রায়ারও তদন্তে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে, প্রথমিকভাবে পাওয়া তথ্যে তাদের ধারণা হয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লাগার পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

দুর্ঘটনার খবর পেয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশের পথে রওনা হয়েছেন। একটি সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়া গিয়েছিলেন।