ব্রাজিলে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, এক পরিবারের ১০ জন নিহত
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় ব্রাজিলিয়ান ব্যবসায়ী লুইজ ক্লদিও গালিয়াজ্জি, তার স্ত্রী, তিন মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা নিহত হন বলে তার কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে। ঘটনার সময় গালিয়াজ্জিই উড়োজাহাজটি চালাচ্ছিলেন।
বিবিসি লিখেছে, ছোট উড়োজাহাজটি একটি ভবনের চিমনির সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাড়ি ও দোকানের ওপর ভেঙে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিচে থাকা ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী গালিয়াজ্জি তার পরিবারকে নিয়ে সাও পাওলো রাজ্যের জুনদিয়াই বেড়াতে গিয়েছিলেন।
প্রতিকূল আবহাওয়ার মধ্যে উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল বলে জানিয়েছেন রিও গ্রান্ডে দো সুল রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইতে।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় নিহত ১০ জনই গালিয়াজ্জির পরিবারের সদস্য।
রোববার সকালে উড্ডয়নের কয়েক মিনিট বাদে উড়োজাহাজটি তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরাঞ্চলে বিধ্বস্ত হয়।
নাদিয়া হ্যানসেন নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ঘটনার সময় উড়োজাহাজটির গতি বাড়ছিল।
“এরপর ভবনের চিমনিতে আঘাত হানার সময় একটি বিস্ফোরণ ঘটে এবং তারপর সেটি আমার বাড়ির কাছাকাছি চলে আসে এবং তারপর সেটি পড়ে যায় এবং আমি ভেবেছিলাম আমার বাড়ির সামনে পড়েছে।”
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, জরুরি বিভাগের কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের ধোঁয়ার মধ্যে কাজ করছেন।
সাও পাওলোভিত্তিক কর্পোরেট পুনর্গঠন ও সংকট ব্যবস্থাপনা ফার্ম গালিয়াজ্জি অ্যান্ড অ্যাসোসিয়াদোসের প্রধান নির্বাহী ছিলেন গালিয়াজ্জি।
৬১ বছর বয়সী এই প্রবীণকে শ্রদ্ধা জানিয়ে লিংকডইনে একটি বিবৃতি দিয়েছে ফার্মটি।
“পরিবারের প্রতি নিজেকে উৎসর্গ করা এবং গালিয়াজ্জি ও অ্যাসোসিয়াদোসের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকার জন্য লুইজ গালিয়াজ্জি চির স্মরণীয় হয়ে থাকবেন। দুর্ঘটনায় ওই অঞ্চলের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও আমরা সহানুভূতি প্রকাশ করছি।"
দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করার কথাও বলেছে ওই কোম্পানি।
ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রামাদোর কেন্দ্রস্থলের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে একটি বাড়ি, আসবাবপত্রের দোকান ও একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়।
রাজ্যের গভর্নর লেইতে বলেছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।
ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের বলেন, “প্রয়োজনীয় সহায়তার জন্য পুরো রাজ্য এখানে একত্রিত হয়েছে।”
গ্রামাদো একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, উৎসবের মৌসুমে সেখানে প্রচুর অনুষ্ঠান হয়।
বিবিসি লিখেছে, এই বছরের মে মাসে নজিরবিহীন বন্যায় ওই অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রাণ হারিয়েছিল কয়েক ডজন মানুষ। প্রায় দেড় লাখ মানুষ বন্যায় বাস্তুছাড়া হয়েছিল।