ফ্রান্সের উত্তরাঞ্চলে বন্ধুকধারীর গুলিতে ‘নিহত ৫’
ফ্রান্সের উত্তরাঞ্চলের ডানকার্ক শহরে এক অভিবাসী শিবির থেকে চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, তাদের মৃত্যু হয়েছে এক বন্ধুকধারীর গুলিতে।
ফরাসী সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স লিখেছে, ২২ বছর বয়সী বন্দুকধারী হামলার কথা স্বীকার করে বলেছেন, তার গুলিতে আরো একজন নিহত হয়েছে।
শহরের কাছে লুন-প্লেজ এলাকার ওই শরণার্থী শিবিরে নিহত চার জনের মধ্যে দুইজন অভিবাসী এবং দুইজন নিরাপত্তা কর্মী।
এই হত্যার উদ্দেশ্য এখন পরিষ্কার নয় জানিয়ে ফরাসী পুলিশ বলেছে, হামলাকারীর গাড়ি থেকে তিনটি অস্ত্র জব্দ করা হয়েছে।
ডানকার্কের মেয়র প্যাট্রিস ভারগ্রিয়েট এই ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ হিসেবে বর্ণনা করেছেন।
ফ্রান্সের উত্তর উপকূলে অবস্থিত এই শরণার্থী শিবিরে অনেকদিন ধরে অভিবাসীরা আশ্রয় নিচ্ছেন।