সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১৮ ১৪৩১, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

পৌনে পাঁচ লাখ শূন্যপদে নিয়োগের নির্দেশ চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন: ড. ইউনূস উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ ‘লুটপাট’ হয়েছে: শ্বেতপত্র কমিটি বিসিএসে আবেদন ফি ‘হচ্ছে’ ৩৫০ টাকা, ভাইভায় নম্বর ১০০ আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্রপন্থীদের হামলা-ভাঙচুর পাশের দেশের মিডিয়া আমাদের নিয়ে অনেক মিথ্যা প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ক্ষমতার ভারসাম্য’ আনতে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নতুন মামলায় গ্রেফতার ইনু, মেনন ও দীপু মনি ৪ ডিসেম্বর আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ আদালতের শ্বেতপত্র: শুধু ব্যাংক খাতের মন্দ ঋণ দিয়ে করা যেত ২৪টি পদ্মা সেতু ১৫ আগস্ট শোক দিবস পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

আন্তর্জাতিক

এফবিআই প্রধান হচ্ছেন ট্রাম্প অনুগত ক্যাশ প্যাটেল

 প্রকাশিত: ১৪:২৭, ১ ডিসেম্বর ২০২৪

এফবিআই প্রধান হচ্ছেন ট্রাম্প অনুগত ক্যাশ প্যাটেল

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প তার অনুগত সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ক্যাশ প্যাটেলকে এফবিআইয়ের প্রধান করতে চান বলে জানিয়েছেন।

শনিবারের এ মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাটির বর্তমান পরিচালক ক্রিস্টোফার রে-কে এফবিআই ছাড়া করার অভিপ্রায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।

হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল (৪৪) যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেছেন।

এফবিআইয়ের পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান। এই ব্যুরোকে রাজনীতিক থেকে দূরে রাখতেই এমন আইন করা হয়েছে, জানিয়েছে রয়টার্স।

এফবিআইয়ের বর্তমান প্রধান রে-কে ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পই এ পদে নিয়োগ দিয়েছিলেন। সেই অনুযায়ী তার এ পদের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। কিন্তু রে-র আমলে এফবিআই আদালতের অনুমোদক্রমে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে রাষ্ট্রীয় গোপনীয় নথির খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল। এ ঘটনার পর আরও কয়েকটি ঘটনার কারণে তিনি বারবার ট্রাম্প সমর্থকদের ক্রোধের লক্ষ্য হয়েছেন।

ক্ষমতা ফিরে পেলে রে-কে এফবিআই থেকে তাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এখন প্যাটেলের মনোনয়নের মাধ্যমে তিনি তার হুমকি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন, এমন ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প।