এফবিআই প্রধান হচ্ছেন ট্রাম্প অনুগত ক্যাশ প্যাটেল
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প তার অনুগত সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ক্যাশ প্যাটেলকে এফবিআইয়ের প্রধান করতে চান বলে জানিয়েছেন।
শনিবারের এ মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাটির বর্তমান পরিচালক ক্রিস্টোফার রে-কে এফবিআই ছাড়া করার অভিপ্রায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।
হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল (৪৪) যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেছেন।
এফবিআইয়ের পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান। এই ব্যুরোকে রাজনীতিক থেকে দূরে রাখতেই এমন আইন করা হয়েছে, জানিয়েছে রয়টার্স।
এফবিআইয়ের বর্তমান প্রধান রে-কে ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পই এ পদে নিয়োগ দিয়েছিলেন। সেই অনুযায়ী তার এ পদের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। কিন্তু রে-র আমলে এফবিআই আদালতের অনুমোদক্রমে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে রাষ্ট্রীয় গোপনীয় নথির খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল। এ ঘটনার পর আরও কয়েকটি ঘটনার কারণে তিনি বারবার ট্রাম্প সমর্থকদের ক্রোধের লক্ষ্য হয়েছেন।
ক্ষমতা ফিরে পেলে রে-কে এফবিআই থেকে তাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এখন প্যাটেলের মনোনয়নের মাধ্যমে তিনি তার হুমকি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন, এমন ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প।