বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার প্রাথমিকের জন্য ৫ কোটি ৩২ লাখ বইয়ের অনুমোদন পরমাণু বোমা ইরানের হাতের নাগালে আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভে পথে পথে জট, ট্রেন বন্ধ বিচারের শুদ্ধতায় অধ্যাদেশে আপিলের বিধান খুব সীমাবদ্ধ : আইন উপদেষ্টা সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের দায়িত্বে টবি ক্যাডম্যান যুক্তরাষ্ট্রে ঘুষের মামলায় অভিযুক্ত গৌতম আদানি গাজা চুক্তিতে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

২৮ বছর পর কলকাতার বইমেলায় ‘অনিশ্চিত’ বাংলাদেশ

 আপডেট: ১৫:৫১, ১৬ নভেম্বর ২০২৪

২৮ বছর পর কলকাতার বইমেলায় ‘অনিশ্চিত’ বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়ে ‘অনিশ্চয়তা দেখা দিয়েছে’।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বইমেলায় বাংলাদেশের অংশ গ্রহণের বিষয়ে দীর্ঘ ২৮ বছরের ধারাবাহিকতায় ছেদ পড়তে চলেছে।

পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস গিল্ডের সভাপতি এবং মেলার আয়োজক কমিটির নেতৃত্বে থাকা ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মেলায় বাংলাদেশের অংশ নিচ্ছে কি না সে বিষয়ে সরকারি কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি।

শহরের একটি হোটেলে মেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ত্রিদিব।

বরাবরের মত ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে শহরের সল্টলেকে, ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরবর্তী পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে ত্রিদিব বলেন, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে কিছু বলতে পারব না।“

২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর, কলকাতায় প্রথমবার মেলায় অংশ নেয় বাংলাদেশ। এরপর ১৯৯৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করেছিলেন; সেবারে মেলার থিম রাখা হয়েছিল ‘বাংলাদেশ’।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলেও সেই ধারাবাহিকতার বিরাম দেখা যায়নি। এরপরেও প্রতিবেশী দেশটির বইমেলায় বাংলাদেশ নিয়মিতভাবে স্টল দিয়েছে।

ত্রিদিব জানিয়েছেন এবারো মেলা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মেলার থিম কান্ট্রি জার্মানি; যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ অংশ নেবে বলে জানিয়েছেন ত্রিদিব।