জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন।
বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহ ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে। অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি রুশ কূটনীতিক ২০টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনা করেছেন।
এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। করোনা মহামারির পর এই প্রথম কোন প্রকার স্বাস্থ্যবিধি ছাড়াই এবারের সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহ চলছে।
তবে ভিডিও কনফারেন্সের সুযোগ নিয়ে কাউকে এই সম্মেলনে অংশ নিতে দেয়া হচ্ছে না।
তিনি আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন।