মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যাচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে মালদ্বীপে একদিন কাটিয়ে আজ সিঙ্গাপুরের উদ্দেশে মালে ছেড়েছেন। স্ত্রীকে নিয়ে রওনা হয়েছেন তিনি। সিঙ্গাপুর থেকে গোটাবায়ার পরের গন্তব্য সৌদি আরব। সৌদি এয়ার লাইনের ফ্লাইট এসভি ৭৮৮ এ করে সিঙ্গাপুরে গেছেন তিনি।
বার্তা সংস্থা এপিকে মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ৭৩ বছর বয়সী শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া এদিন সৌদি এয়ারলাইন্সের বিমানে করে মালে থেকে সিঙ্গাপুর রওনা হন। ওখান থেকে তিনি যাবেন সৌদি আরবের জেদ্দা।
বুধবার রাতে গোটাবায়া তার স্ত্রীকে নিয়ে গোপনে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে চলে যান। তার আগে বিক্ষুব্ধ জনতার কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে তিনি পালিয়ে গোপন জায়গায় চলে গিয়েছিলেন। পরে রাতের আঁধারে দেশ থেকে পালিয়ে যান।
গোটাবায়া বুধবার পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন করেননি।
প্রেসিডেন্ট গোটাবায়া বুধবার মালদ্বীপে পালিয়ে যান। তবে শ্রীলঙ্কার সংসদের স্পিকার বলেছেন, বুধবার বিকেলে প্রেসিডেন্ট তাকে ফোন করেছিলেন। ফোন করে বলেছেন, এই দিনই তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। কিন্তু তা এখনো বাস্তবে ঘটেনি। অবশ্য আজ বৃহস্পতিবার রাজধানী কলম্বো ঠাণ্ডা আছে।
এদিকে, কলম্বোতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে গতকাল অন্তত ৪৫ জন বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধরা প্রেসিডেন্ট মনোনিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট (যিনি প্রধানমন্ত্রী ছিলেন) রনিল বিক্রমাসিংহের অফিসে ঢুকে পড়েছিলেন। বিক্রমাসিংহে পদত্যাগ না করলে তারা জায়গা ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছিলেন।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় ২৬ বছরের একজন বিক্ষোভকারী মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবর, পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বিক্ষোভকারী। তার শ্বাস কষ্ট হচ্ছিল। এই সমস্যাতেই শেষমেষ মারা যান তিনি।
ওদিকে, শ্রীলঙ্কার সংসদ আগামী সপ্তাহে দেশের জন্য পূর্ণ সময়ের প্রেসিডেন্ট ঘোষণা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ক্ষমতাসীন পার্টির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দলের প্রথম পছন্দ বিক্রমাসিংহে। অবশ্য এখনো এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।