সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্রেকিং

গ্রেপ্তার অভিযান আরো জোরদার করা হবে: আসিফ মাহমুদ দেশকে আরও উন্নত ও স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা ভবিষ্যতে ব্যবসায়ীদের প্রণোদনা কমানো হবে: অর্থ উপদেষ্টা বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলা ‘কয়েকজন’ বিচারপতির বিষয়ে রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন রাজনৈতিক মঞ্চে সশরীরে আসছেন খালেদা জিয়া ভোট ‘চুরিতে’ জড়িত কর্মকর্তাদের বিচার চায় বিএনপি মহার্ঘ্য ভাতা সব সরকারি কর্মচারী পাবেন: জনপ্রশাসন সচিব রাষ্ট্রের সংস্কার কখনো রাজনীতিবিদদের অবসর দিয়ে হয় না: রিজভী ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে মানহানির মামলায় এবিসি নিউজ থেকে দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প

স্বাস্থ্য

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সাত এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

 প্রকাশিত: ১১:৪২, ৯ ডিসেম্বর ২০২৪

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সাত এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকার বায়ু ক্রমাগত দূষণের সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘বিপজ্জনক’ বাতাসে থাকতে হচ্ছে নগরবাসীকে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ু ফের মানের দিক থেকে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় পৌঁছে গেল। এর স্কোর হচ্ছে ৩০২।

এদিন ঢাকার সাত এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা। এখানে বাতাসের একিউআই স্কোর ৫২১। এরপরেই রয়েছে বেচারাম দেউড়ি (৪৭৩), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৪২৯), গুলশান ২-এর রব ভবন এলাকা (৪২৬), গুলশান লেক পার্ক এলাকা (৪১৯), সাভারের হেমায়েতপুর (৩৪৪), পশ্চিম নাখালপাড়া (৩০৫)। তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৯৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৮৯), পেয়ারাবাগ রেললাইন এলাকায় (২৮৭) বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সোমবার বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো। ২১১ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৮০), চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৭৯), পঞ্চম স্থানে রয়েছে (১৬৮)।  

সোমবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।  

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১শ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।