পারভেজ হত্যা: আরও এক আসামির স্বীকারোক্তি আদালতে

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আরেক আসামি মো. মাহাথির হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে এই জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাহাথির চট্টগ্রামের হালিশহর আজাদ টাওয়ার এলাকা থেকে গ্রেপ্তারের পর স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আদালতে তার জবানবন্দি রেকর্ডের আবেদন করলে মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান তা গ্রহণ করেন এবং মাহাথিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তিন নম্বর আসামি মো. আল কামাল শেখ ওরফে কামালও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এ নিয়ে মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী পারভেজ ক্যাম্পাসের সামনেই ছুরিকাঘাতে খুন হন। পরদিন সকালে তার চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ মামলার এক নম্বর আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে, আর পাঁচ নম্বর আসামি হৃদয় মিয়াজীকে কুমিল্লার তিতাস থেকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে বনানী থানা পুলিশ তিনজনকে—আল কামাল, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে—গ্রেপ্তার করে, যদিও তারা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এবং এজাহারেও তাদের নাম ছিল না।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আলভী, সানি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী বর্তমানে রিমান্ডে রয়েছেন। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।