শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ১২ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করলো শিক্ষা মন্ত্রণালয় ঐকমত্য কমিশনের অপেক্ষায় নয়, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: সিইসি গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি ‘এতো মানুষ মারা গেল, রানাদের শাস্তি হলো না’ ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ উপায় মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা: প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা রোমে যাবেন ‘ইলেকশন সার্ভিস কমিশন’ গঠনে কাজ শুরু করেছে ইসি কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাতারকে আহ্বান: ড. মুহাম্মদ ইউনূস মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক সার্ক ভিসা স্কিমের অধীনেও ভারতে ভিসা পাবে না পাকিস্তানিরা, একাধিক সিদ্ধান্ত দিল্লির বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প

শিক্ষা

পারভেজ হত্যা: আরও এক আসামির স্বীকারোক্তি আদালতে

 প্রকাশিত: ২১:২৭, ২৪ এপ্রিল ২০২৫

পারভেজ হত্যা: আরও এক আসামির স্বীকারোক্তি আদালতে

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আরেক আসামি মো. মাহাথির হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে এই জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাহাথির চট্টগ্রামের হালিশহর আজাদ টাওয়ার এলাকা থেকে গ্রেপ্তারের পর স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আদালতে তার জবানবন্দি রেকর্ডের আবেদন করলে মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান তা গ্রহণ করেন এবং মাহাথিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তিন নম্বর আসামি মো. আল কামাল শেখ ওরফে কামালও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এ নিয়ে মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী পারভেজ ক্যাম্পাসের সামনেই ছুরিকাঘাতে খুন হন। পরদিন সকালে তার চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ মামলার এক নম্বর আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে, আর পাঁচ নম্বর আসামি হৃদয় মিয়াজীকে কুমিল্লার তিতাস থেকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে বনানী থানা পুলিশ তিনজনকেআল কামাল, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকেগ্রেপ্তার করে, যদিও তারা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এবং এজাহারেও তাদের নাম ছিল না।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আলভী, সানি ও বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী বর্তমানে রিমান্ডে রয়েছেন। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।