কুয়েট উপাচার্যের পদত্যাগে নেচে–গেয়ে শিক্ষার্থীদের বিজয় মিছিল

উপাচার্যের পদত্যাগে উল্লাসে ফেটে পড়ে কুয়েট শিক্ষার্থীরা, ক্যাম্পাসে নাচ–গানে বিজয় মিছিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের ঘোষণায় উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে নাচ–গান আর প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা ‘বিজয়’ মিছিল করেন। বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী জাতীয় ও ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিলে অংশ নেন।
মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা 'স্বৈরাচারের ঠাঁই নাই', 'ছাত্রসমাজ জিতেছে', 'রাজনীতির ঠিকানা কুয়েটে হবে না' ইত্যাদি স্লোগান দেন। মিছিল শুরুর আগে একজন শিক্ষার্থী ঘোষণা দেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অপমানজনক স্লোগান দেওয়া যাবে না।
সমাবেশে পুরকৌশল বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, "এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না—সবাই মিলে এই বিজয় এনেছে। তবে কুয়েটে আরও সংস্কার প্রয়োজন।"
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর একাধিক দফায় আন্দোলন, অনশন ও দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ, বহিষ্কারাদেশ প্রত্যাহার ও হল খুলে দেওয়াসহ সব দাবি পূরণের পর আন্দোলন স্থগিত করা হয়। ৪ মে থেকে ক্লাস শুরু হবে বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে।