প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার

ঢাকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলাম (২০) গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার বিকেলে র্যাবের একটি দল গাইবান্ধা সদর উপজেলার শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাঁকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেরাজ ইসলামই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত। এর আগে মামলাটিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাঁরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে হামলার শিকার হন পারভেজ ও তাঁর বন্ধু তরিকুল ইসলাম। দেশীয় অস্ত্র দিয়ে চালানো ওই হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়া অন্য চার আসামি হলেন: মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), আল আমিন সানি (১৯) এবং মো. হৃদয় মিয়াজী (২৩)। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।