আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এলেন কারিগরি শিক্ষার্থীরা

আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করল কারিগরি শিক্ষার্থীরা
ছয় দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণার এক দিন পরই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কারিগরি শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্দোলন স্থগিতের ঘোষণাটি প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলো সাধারণ শিক্ষার্থীদের সম্মতিক্রমে আজ প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এক প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছিল, ছয় দফা দাবির যৌক্তিকতা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি কমিটি গঠন করেছে। এই কমিটি শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে বাস্তবায়ন রূপরেখা তৈরির কাজ করবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং রূপরেখা তৈরিতে তিন সপ্তাহ সময় চায়।
কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে অন্যতম হলো—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিল, পদোন্নতির রায় ও বিতর্কিত নিয়োগ বাতিল, পদবি পরিবর্তন, মামলায় জড়িতদের চাকরিচ্যুত করা এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন করা। এই দাবিগুলোকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন, যা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল।