আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ দল

বাংলাদেশ দলের ছয় সদস্য যাচ্ছে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে
৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিতে বাংলাদেশ গণিত দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এই দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা এবং একজন পর্যবেক্ষক। এবারের আসরটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে, ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ দলের নির্বাচিত সদস্যরা হলেন—
মনামী জামান (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ),
জাওয়াদ হামীম চৌধুরী (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ),
এম জামিউল হোসেন (রাজউক উত্তরা মডেল কলেজ),
জিতেন্দ্র বড়ুয়া (চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজ),
মো. রায়হান সিদ্দিকী (চট্টগ্রাম কলেজ),
তাহসিন খান (ময়মনসিংহ জিলা স্কুল)।
দলের কোচ হিসেবে থাকবেন মাহবুব মজুমদার এবং উপদলনেতা হিসেবে থাকবেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির তথ্যানুসারে, আইএমওর জন্য নির্বাচিতদের খুঁজে বের করতে দেশব্যাপী গণিত উৎসবে প্রায় ৭৫ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। অনলাইন বাছাই, আঞ্চলিক উৎসব, জাতীয় উৎসব এবং আইএমও নির্বাচনী পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা হয় জাতীয় গণিত দল।
এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্–বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপনায় প্রথম আলো।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ পর্যন্ত দেশটি ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৩৭টি ব্রোঞ্জ এবং ৪৪টি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে।