বুধবার ২৩ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৪৪তম বিসিএসের ২২২ জন পরীক্ষার্থীর ভাইভা স্থগিত সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিন অঞ্চলে ৬০ কি. মি বেগে ঝড় হতে পারে এবারের বর্ষায়ও বন্যার কবলে পড়ার শঙ্কা ফেনীবাসীর ‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা এক মাস না যেতেই ট্রেজারি বিলের সুদহার বাড়ল আর্থনা সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে ‘অগ্রাধিকার’ স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর

শিক্ষা

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ দল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:২৮, ২২ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ দল

বাংলাদেশ দলের ছয় সদস্য যাচ্ছে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে

৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিতে বাংলাদেশ গণিত দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এই দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা এবং একজন পর্যবেক্ষক। এবারের আসরটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে, ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত।

বাংলাদেশ দলের নির্বাচিত সদস্যরা হলেন—

মনামী জামান (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ),

জাওয়াদ হামীম চৌধুরী (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ),

এম জামিউল হোসেন (রাজউক উত্তরা মডেল কলেজ),

জিতেন্দ্র বড়ুয়া (চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজ),

মো. রায়হান সিদ্দিকী (চট্টগ্রাম কলেজ),

তাহসিন খান (ময়মনসিংহ জিলা স্কুল)।

দলের কোচ হিসেবে থাকবেন মাহবুব মজুমদার এবং উপদলনেতা হিসেবে থাকবেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির তথ্যানুসারে, আইএমওর জন্য নির্বাচিতদের খুঁজে বের করতে দেশব্যাপী গণিত উৎসবে প্রায় ৭৫ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। অনলাইন বাছাই, আঞ্চলিক উৎসব, জাতীয় উৎসব এবং আইএমও নির্বাচনী পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা হয় জাতীয় গণিত দল।

এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্–বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপনায় প্রথম আলো।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ পর্যন্ত দেশটি ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৩৭টি ব্রোঞ্জ এবং ৪৪টি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে।