সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

২২ এপ্রিল, মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ১১টার পর থেকে উত্তেজনা শুরু হয়ে বেলা সাড়ে ১২টার দিকে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়, ফলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হয়। পরে তারা ইট-পাটকেল ছোড়া ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সোমবার ধানমন্ডিতে তাদের এক সহপাঠীকে অজ্ঞাত কয়েকজন যুবক মারধর করে, যার মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে আজকের সংঘর্ষ ঘটেছে বলে দাবি তাদের। আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে ভর্তি।
নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ইস্যু নিয়ে বিরোধ চলছে। ফেসবুক গ্রুপে লেখালেখি নিয়েও অতীতে সংঘর্ষ হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।