সোমবার ২১ এপ্রিল ২০২৫, বৈশাখ ৭ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি নসরুল হামিদের ৩৮ কোটি টাকার সম্পদ জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ খাটে দম্পতির লাশ, চিরকুটে পাশাপাশি কবর দেওয়ার অনুরোধ ৪৮ ঘণ্টা সময় দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা, লং মার্চের হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি অবরোধে চরম মানবিক বিপর্যয়, ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকট ১৪৬ রানে ৭ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, সর্বদলীয় ঐকমত্য গঠনে তৎপরতা

শিক্ষা

১৮ হাজার সনদে স্বাক্ষর করবেন চবি উপাচার্য

 আপডেট: ২২:১২, ২০ এপ্রিল ২০২৫

১৮ হাজার সনদে স্বাক্ষর করবেন চবি উপাচার্য

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ নিজ হাতেই স্বাক্ষর করছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

সমাবর্তনের সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। রোববার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্বাক্ষররত অবস্থায় দুটি ছবি প্রকাশ করে তিনি বিষয়টি জানান।

চলতি বছরের ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সমাবর্তনে অংশ নিচ্ছেন ২৩ হাজার সমাবর্তী। এর মধ্যে ১৮ হাজার শিক্ষার্থীর সনদে স্বাক্ষর করতে হচ্ছে উপাচার্যকে।

এ বিষয়ে তিনি বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সিল বানিয়ে সনদ দেওয়া যেতো, কিন্তু আমরা তা করিনি। সমাবর্তীরা এখানে ৫-৬ বছর কাটিয়েছেন। তারা আমাদের একাডেমিক সন্তান। কষ্ট হলেও আমরা চাই, তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাক।”

উপাচার্যের এমন মানবিক দৃষ্টান্ত ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শিলার মন্তব্যে বলেন, “স্যার, আপনি সবসময় পরিশ্রমী ও আন্তরিক ছিলেন। আজ এত দায়িত্বের মাঝেও আপনি একই রকম আছেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

সমাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাজ সাজ রব। এ বছর সমাবর্তনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন এবং ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) উপাধিতে ভূষিত হবেন।