১৮ হাজার সনদে স্বাক্ষর করবেন চবি উপাচার্য

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ নিজ হাতেই স্বাক্ষর করছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
সমাবর্তনের সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। রোববার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্বাক্ষররত অবস্থায় দুটি ছবি প্রকাশ করে তিনি বিষয়টি জানান।
চলতি বছরের ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সমাবর্তনে অংশ নিচ্ছেন ২৩ হাজার সমাবর্তী। এর মধ্যে ১৮ হাজার শিক্ষার্থীর সনদে স্বাক্ষর করতে হচ্ছে উপাচার্যকে।
এ বিষয়ে তিনি বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সিল বানিয়ে সনদ দেওয়া যেতো, কিন্তু আমরা তা করিনি। সমাবর্তীরা এখানে ৫-৬ বছর কাটিয়েছেন। তারা আমাদের একাডেমিক সন্তান। কষ্ট হলেও আমরা চাই, তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাক।”
উপাচার্যের এমন মানবিক দৃষ্টান্ত ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শিলার মন্তব্যে বলেন, “স্যার, আপনি সবসময় পরিশ্রমী ও আন্তরিক ছিলেন। আজ এত দায়িত্বের মাঝেও আপনি একই রকম আছেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
সমাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাজ সাজ রব। এ বছর সমাবর্তনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন এবং ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) উপাধিতে ভূষিত হবেন।