রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৭ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি নসরুল হামিদের ৩৮ কোটি টাকার সম্পদ জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ খাটে দম্পতির লাশ, চিরকুটে পাশাপাশি কবর দেওয়ার অনুরোধ ৪৮ ঘণ্টা সময় দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা, লং মার্চের হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি অবরোধে চরম মানবিক বিপর্যয়, ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকট ১৪৬ রানে ৭ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, সর্বদলীয় ঐকমত্য গঠনে তৎপরতা

শিক্ষা

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৮:৫৭, ২০ এপ্রিল ২০২৫

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

মানববন্ধনের পর লাল কাপড়ে ঢাকা হলো ঢাকা পলিটেকনিকের নামফলক

ছয় দফা দাবির পক্ষে আজ রোববার দেশব্যাপী মহাসমাবেশের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। দেশের প্রতিটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার সকালে ঢাকার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এক মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা আসে। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন। কর্মসূচির নাম ছিল 'রাইজ ইন রেড'। এ সময় শিক্ষার্থীরা 'মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার', 'এক হও এক হও, পলিটেকনিক এক হও', 'ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', 'কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও' সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, রোববারের মহাসমাবেশ থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করবেন।

এর আগে গত বুধবার পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। এতে যানজটে জনদুর্ভোগ চরমে ওঠে। পরে বৃহস্পতিবার রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও তা শিথিল করা হয়।

বৃহস্পতিবার অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়, তবে তারা তাতে সন্তুষ্ট হননি। ফলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, পদবি পরিবর্তন, মামলার সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল ও সেই নিয়োগবিধি সংশোধন।

ঢাকার বাইরেও বিক্ষোভ

গাজীপুরে গতকাল সকাল সাড়ে ১০টায় ডুয়েট ফটক থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়, যা শিববাড়ী মোড়ে গিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে শেষ হয়। বেলা সাড়ে ১২টায় সমাবেশ শেষ হয়।

ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীরা বায়তুল আমান এলাকায় মানববন্ধন পালন করেন এবং মূল ফটক লাল কাপড়ে ঢেকে দেন।

বরিশালে শিক্ষার্থীরা চৌমাথা এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। 'আমরা দাবি আদায় না করে রাজপথ ছাড়ব না', "হামলাকারীদের বিচার চাই" — এই ধরনের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।