কুয়েটে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

কুয়েটে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল করেছে। মিছিলটি বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানায়, যেমন 'কুয়েট ভিসির পদত্যাগ', 'স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো' ইত্যাদি।
এর আগে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন এবং একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে, ২৫ ফেব্রুয়ারি আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল থেকে আবারও আন্দোলন শুরু হলে শিক্ষার্থীরা উপাচার্যের এক দফা দাবি ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তারা সজাগ রয়েছেন।