বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

আরও ৭ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৩৯, ১৬ এপ্রিল ২০২৫

আরও ৭ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ

বিদ্যালয়ের নামে পরিবর্তন, বাদ পড়লেন বঙ্গবন্ধু ও দলীয় নেতারা।

দেশের আরও সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তিনজন আওয়ামী লীগ নেতার নাম বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া অন্য দুই নেতার মধ্যে রয়েছেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি এবং আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনের নীতিমালা-২০২৩ অনুযায়ী এসব পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত নামগুলোর মধ্যে রয়েছে:

গোপালগঞ্জ সদরের '১৭৫ নম্বর হাতিকাটা শেখ মণি জ্ঞানেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়' এখন '১৭৫ নম্বর জ্ঞানেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়'

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচটি বিদ্যালয় থেকে নজরুল ইসলাম বাবুর নাম বাদ দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র এলাকার নাম

কিশোরগঞ্জ সদর উপজেলার 'বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়' এর নাম বদলে রাখা হয়েছে 'বত্রিশ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়'

উল্লেখ্য, এর আগেও কয়েক ধাপে ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।