৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছালো পিএসসি

চাকরিপ্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে পিএসসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পিএসসির এক সদস্য জানিয়েছেন, চাকরিপ্রার্থীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারির মাঝে অন্তত তিন মাসের বিরতি চেয়েছেন। তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো সম্ভব নয় বলে পিএসসি মনে করছে। ফলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। প্রার্থীদের দাবি অনুযায়ী, এই পরীক্ষা আগামী আগস্টের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ৮ মে এবং চলবে পুরো মে মাস জুড়ে। এর পরপরই ২৭ জুন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল, যা চাকরিপ্রার্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ একই সঙ্গে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষাও চলছে, যার ফলে অনেক প্রার্থী একাধিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর ফলে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগে তারা বিক্ষোভ শুরু করেন।
গত তিন দিন ধরে চাকরিপ্রার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করেছেন। আজও আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও দুজন গ্রেফতারের ঘটনা ঘটে। পরিস্থিতি অবনতির দিকে গেলে পিএসসি জরুরি সভায় বসে এবং সার্বিক দিক বিবেচনা করে ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়।
এছাড়া, যেসব প্রার্থীর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একসঙ্গে রয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রার্থীরা পিএসসিতে আবেদন করলে তাদের মৌখিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।