গ্রামীণ ইউনিভার্সিটি স্থাপনে অনুমোদন পেল

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানীর তুরাগের দিয়াবাড়ী দক্ষিণ এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন করা হবে।
বিশ্বখ্যাত নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হাসান এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৯৮৯ সালে অলাভজনক ও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন অধ্যাপক ইউনূস, যা সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) মোছা. রোখছানা বেগম জানিয়েছেন, ২২টি শর্তসাপেক্ষে গ্রামীণ ইউনিভার্সিটির স্থাপনা ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ট্রাস্টি বোর্ডের আবেদনের প্রেক্ষিতে তিন-চার মাস আগে ইউজিসি কর্তৃক ক্যাম্পাস পরিদর্শন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছিল।
বর্তমানে ইউজিসির তালিকায় থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫টি। নতুন বিশ্ববিদ্যালয় সংযুক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়াল ১১৬-তে। বর্তমানে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে, নয়টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এবং গত নভেম্বর মাসে আটটি বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সতর্কতা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটিকে অনুমোদনের মেয়াদ সাত বছর দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে এবং ন্যূনতম তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ থাকতে হবে। এছাড়া সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা জমা রাখার বাধ্যবাধকতা রয়েছে।