রোববার ১৬ মার্চ ২০২৫, চৈত্র ২ ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ব্রেকিং

ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত প্রাণ গোপালের মেয়ে আনন্দ করার মেজাজে নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্রসচিব ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রমিক নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ভবিষ্যতে কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে আর খালি না হয়: আবরার ফাহাদের বাবা আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাই কোর্টে বহাল সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে " ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি " চট্টগ্রামে ভিক্ষুককে ‘ধর্ষণের’ অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ ফরিদপুরে তিন বাহনের সংঘর্ষে নিহত ২ খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত জামালপুরে মাদ্রাসার ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, আটক শিক্ষক নিরাপদে বাড়ি ফিরতে চার শিক্ষার্থীর ‘গ্যাংআপ’ চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার দুই পক্ষের সংঘর্ষে বিএনপির কর্মী নিহত গণমাধ্যমকর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা মাকে নিয়ে আর গ্রামে ফেরা হলো না শহীদ জামাল উদ্দিনের

শিক্ষা

সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে " ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি "

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:১৭, ১৬ মার্চ ২০২৫

সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে

সাত কলেজ একীভূত হয়ে গঠিত হচ্ছে `ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি`

রাজধানীর সাত সরকারি কলেজকে একত্রিত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

আজ রবিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

শিক্ষার মানোন্নয়ন ও সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নের লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এসব কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

তবে পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগ তুলে ২০২৪ সালের অক্টোবর থেকে আন্দোলনে নামেন এসব কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠন করা।

এর পরিপ্রেক্ষিতে সরকার গত ডিসেম্বর মাসে একটি বিশেষ কমিটি গঠন করে। এই কমিটি তিন মাস ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন ও সম্মানজনক পৃথকীকরণের রূপরেখা প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে।

সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি ইউজিসি নতুন বিশ্ববিদ্যালয়ের নামের প্রস্তাব আহ্বান করে। সব দিক বিবেচনা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়।