সিলেটের এমসি কলেজের টিলায় আগুন

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস সংলগ্ন টিলায় বুধবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। ইফতারের সময় এ অগ্নিকাণ্ডটি ঘটে এবং দ্রুতই খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হয়তো বিড়ি বা সিগারেট খেয়ে কেউ টিলায় ফেলে রেখেছেন, যার কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে টিলার ঘাস এবং কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আধা কিলোমিটার এলাকায় ঘাস ও গুল্ম পুড়ে গেছে। তবে, বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছেন।