বিএনপি নেতার বিরুদ্ধে কুয়েটের ২ প্রকৌশলীকে হুমকির অভিযোগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দু’প্রকৌশলী নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, কুয়েটের ১৩ নম্বর ভবনের ছাদের ওপর ওয়াটার প্রুফিংয়ের কাজের সাথে সম্পর্কিত ঠিকাদার মোল্লা সোহাগ ওই প্রকৌশলীদের হুমকি দেন।
কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মো. গোলাম কিবরিয়া লিখিত অভিযোগে জানিয়েছেন, রবিবার দুপুর ৩টার দিকে প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদের ব্যবহৃত ফোন নম্বরে মোল্লা সোহাগ কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তিনি গালিগালাজ বন্ধ করতে বললে, বিএনপি নেতা মোল্লা সোহাগ তাকে মারার হুমকি দেন। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও তিনবার ফোন করে একইভাবে গালিগালাজ ও মারধরের হুমকি দেন।
এ বিষয়ে ভিসির কাছে লিখিত অভিযোগে বলা হয়েছে, ১৩ নম্বর ভবনের রেট নির্ধারণে সরকারি নিয়ম অনুসরণ করে বাজার দরসহ ভ্যাট, আইটি ও ১০ শতাংশ প্রফিট যুক্ত করা হয়। মোল্লা সোহাগ এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং ১০ শতাংশ প্রফিটের পরিবর্তে তাকে আরও বেশি প্রফিট দিতে চাপ দেন। তার সাথে যোগাযোগ করতে বললে, মোবাইল ফোনে তাকে হুমকি প্রদান করেন।
এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভোগা ওই দুই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।