শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ফাল্গুন ২৩ ১৪৩১, ০৭ রমজান ১৪৪৬

ব্রেকিং

মেট্রোরেলে নারী-শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ বাহিনী দিয়ে সব সময় ‘মব নিয়ন্ত্রণ করা যায় না’: স্বরাষ্ট্র উপদেষ্টা এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা কোনো অন্যায় দাবির কাছে মাথানত করব না: বিএসইসি চেয়ারম্যান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির পুনরুদ্ধারের লক্ষ্য ভারতের: জয়শঙ্কর ওমরাহ যাত্রীদের সতর্ক থাকার আহ্বান: সৌদি মন্ত্রণালয় ভোট করবে কি না সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে: ইউনূস এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব বিশ্বকে আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের : জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার অর্থপাচার মামলায় আপিলে খালাস তারেক ও মামুন এখনও এলেমের হাতে ওষুধ খাওয়ার অপেক্ষায় থাকেন মা হামাসকে ট্রাম্পের ‘সর্বশেষ হুঁশিয়ারি’

শিক্ষা

বিএনপি নেতার বিরুদ্ধে কুয়েটের ২ প্রকৌশলীকে হুমকির অভিযোগ

 প্রকাশিত: ২২:৪১, ৩ মার্চ ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে কুয়েটের ২ প্রকৌশলীকে হুমকির অভিযোগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দু’প্রকৌশলী নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, কুয়েটের ১৩ নম্বর ভবনের ছাদের ওপর ওয়াটার প্রুফিংয়ের কাজের সাথে সম্পর্কিত ঠিকাদার মোল্লা সোহাগ ওই প্রকৌশলীদের হুমকি দেন।

কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মো. গোলাম কিবরিয়া লিখিত অভিযোগে জানিয়েছেন, রবিবার দুপুর ৩টার দিকে প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদের ব্যবহৃত ফোন নম্বরে মোল্লা সোহাগ কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তিনি গালিগালাজ বন্ধ করতে বললে, বিএনপি নেতা মোল্লা সোহাগ তাকে মারার হুমকি দেন। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও তিনবার ফোন করে একইভাবে গালিগালাজ ও মারধরের হুমকি দেন।

এ বিষয়ে ভিসির কাছে লিখিত অভিযোগে বলা হয়েছে, ১৩ নম্বর ভবনের রেট নির্ধারণে সরকারি নিয়ম অনুসরণ করে বাজার দরসহ ভ্যাট, আইটি ও ১০ শতাংশ প্রফিট যুক্ত করা হয়। মোল্লা সোহাগ এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং ১০ শতাংশ প্রফিটের পরিবর্তে তাকে আরও বেশি প্রফিট দিতে চাপ দেন। তার সাথে যোগাযোগ করতে বললে, মোবাইল ফোনে তাকে হুমকি প্রদান করেন।

এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভোগা ওই দুই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।