শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৩ শা'বান ১৪৪৬

শিক্ষা

ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা

 প্রকাশিত: ১৭:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুরের একটি রিসোর্টে ‘স্বাধীন পাঠক তৈরি: পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস' শীর্ষক রিডিং কনফারেন্স আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং রুম টু রিড বাংলাদেশ।

কনফারেন্স শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের জানান, চলতি ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীরা সব পাঠ্যবই পাবে।

১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, মাধ্যমিক স্তরের পাঠ্যবইগুলোর যেগুলোর বার্ষিক পরীক্ষা হবে, সেগুলোর বই শিক্ষার্থীরা ফেব্রুয়ারির মধ্যেই পাবে।

নতুন বছরের প্রথম দিন পাঠ্যবই বিতরণের রেওয়াজ থাকলেও এবার টেন্ডার সমস্যা ও অন্যান্য কারণে অনেক শিক্ষার্থী ১৭ ফেব্রুয়ারির মধ্যে অর্ধেক বই পেয়েছে।

কনফারেন্স শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কিন্ডার গার্টেনের শিক্ষায় কারিকুলাম অনুসরণের নির্দেশনা দেন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্যান্য বিশেষ অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।