৮ বিভাগে শুরু হলো ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত।
প্রতিবারের ন্যায় এবারও ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবছর ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ ভর্তি-ইচ্ছুক। প্রতি সিটের জন্য ভর্তিযুদ্ধে নামবেন ৭৭ জন শিক্ষার্থী।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল সাড়ে ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।