তরুণ গণিতবিদদের অদম্য মেধা আমাদের গর্বিত করেছে : শিক্ষা উপদেষ্টা
![তরুণ গণিতবিদদের অদম্য মেধা আমাদের গর্বিত করেছে : শিক্ষা উপদেষ্টা তরুণ গণিতবিদদের অদম্য মেধা আমাদের গর্বিত করেছে : শিক্ষা উপদেষ্টা](https://www.onp24.com/media/imgAll/2023June/wahid-2-2502090758.jpg)
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তরুণ গণিতবিদদের অদম্য মেধা, অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা আমাদের সকলকে গর্বিত করেছে। তারা শুধু প্রতিযোগিতায় অংশ নেয়নি, তারা বিশ্বকে দেখিয়েছে যে বাংলাদেশের মেধাবীরা বিশ্বের সেরাদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে নেই।
শনিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (ডব্লিউএমটিসি) ২০২৪-এ অংশগ্রহণকারী বাংলাদেশের ২৭ জন মেধাবী শিক্ষার্থীর অসামান্য সাফল্য উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই সাফল্য সমগ্র জাতির জন্য এক অনন্য প্রেরণা।
তোমাদের এই অর্জন আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে যে, আমরা বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তোমাদের এই সাফল্য যেন ভবিষ্যতের পথচলায় আরো উৎসাহ ও প্রেরণা যোগায়।
অংশগ্রহণকারী ও বিজয়ীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি এই আয়োজনে শিক্ষা গবেষক রাখাল রাহার সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও গণিত অলিম্পিয়াডের প্রশিক্ষক ড. মাহবুব মজুমদার, এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি অভ বাংলাদেশের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ড. সাইফুর রহমান বকাউল, ইউনিভার্সিটি অভ্ এশিয়া প্যাসিফিক-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও প্রকৌশলী, জিওক্যাল ইউএসএ একাডেমিক কাউন্সিলর কামরুজ্জামান কামরুল।