চার বিশ্ববিদ্যালয় ছাড়াই এবার গুচ্ছে ভর্তি
দফায় দফায় অনুরোধ আর কড়া ভাষায় নির্দেশনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি থেকে সরে গেছে চারটি বিশ্ববিদ্যালয়।
ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২০টি বিশ্ববিদ্যালয় নিয়েই গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত হওয়ার কথা বলেন তিনি।
সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হয়ে আসছে। এ প্রক্রিয়ায় গত বছর ২৪টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হলেও এবার নিজেদের মত করে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে গত বছরের ডিসেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামী ১৭ এপ্রিল তারা ভর্তি পরীক্ষা শুরু করবে। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামী ১৯ এপ্রিল সি ইউনিটের পরীক্ষা নিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গুচ্ছ পদ্ধতি থেকে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোর বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০২৪ সালের ডিসেম্বর মাসে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি চালাতে উপাচার্যদের তিন বার ‘অনুরোধ’ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কঠোরভাবে অনুসরণ করতে বলে মন্ত্রণালয়।
সবশেষ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে যে বৈঠক হয়েছে সেখানে ছিলেন না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ভর্তি কমিটির আহ্বায়ক আনোয়ারুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ২১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছে থাকবে কিনা এ ব্যাপারে কিছু জানায়নি।
“আজকের (মঙ্গলবার) বৈঠকেও কুবির উপাচার্য ছিলেন না। তাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ বছর আমরা বাকি ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাব।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছে যেতে চাইলে সঙ্গে নেওয়ার কথাও বলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম।
গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে, এ প্রশ্নে তিনি বলেন, “সিদ্ধান্ত হল আমরা গুচ্ছে যাচ্ছি। পরে আমরা আরেকটি বৈঠকের মাধ্যমে পরীক্ষা কবে নেব, তার সিদ্ধান্ত জানাতে পারব; এখনই তা ব সম্ভব হচ্ছে না।”
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালায়। তবে নতুন (২০২৪-২৫) শিক্ষাবর্ষে গুচ্ছের প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
এর মধ্যে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এমন প্রেক্ষাপটে গত ১ ডিসেম্বর গুচ্ছ পদ্ধতিতে থাকার অনুরোধ করে উপাচার্যদের চিঠি দেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
চিঠিতে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে।”
শিক্ষা উপদেষ্টার পর গত ১০ ডিসেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একই অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।”