তিতুমীর কলেজের সামনের বাঁশ দিয়ে রাস্তা অবরোধ শিক্ষার্থীদের
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থী। পাশাপাশি আজও বাঁশ দিয়ে কলেজের সামনের রাস্তা অবরোধ করেছেন তারা।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তারা মহাখালী-গুলশান সড়কের তিতুমীর কলেজের সামনে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেন। এতে মহাখালী-গুলশান সড়কে যান চলচল বন্ধ হয়ে গেছে।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তবে রাস্তা অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয়। তাদের বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়। পাশাপাশি বিরক্তিও প্রকাশ করতে দেখা যায়।
নাজমুল নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, এরা প্রতিদিন এক নাটক শুরু করেছে। তাদের কারণে প্রতিদিন ঝামেলায় পড়তে হচ্ছে। এরা জনদুর্ভোগের কথা চিন্তা করছে না।
এদিকে পঞ্চম দিনের মতো অনশনও চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা পর্যন্ত চারজন শিক্ষাথী অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।