বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস কাউকে নির্বাচনে ‘আনতে চাই’ বলিনি: আওয়ামী লীগ প্রসঙ্গে ফখরুল ডেঙ্গু: একদিনে ভর্তি ১০৩৪ রোগী, মৃত্যু ৫ জনের আনিসুল হক ও দীপু মনিসহ সাবেক ৫ মন্ত্রী নতুন মামলায় গ্রেফতার প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জন জাবির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত ৪, ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা সরবরাহ-পর্যবেক্ষণ জোরদারের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা প্রতি ইসরায়েলি বন্দির মুক্তিতে পাঁচ মিলিয়ন ডলার দেবেন নেতানিয়াহ লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ

শিক্ষা

ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সময় বাড়ল ৩০ মিনিট

 প্রকাশিত: ১৮:৪৪, ১৬ নভেম্বর ২০২৪

ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সময় বাড়ল ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই বর্ষের যে বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টা হওয়ার কথা ছিল সেটি এখন সাড়ে তিন ঘণ্টা হবে; আর যে বিষয়গুলোর পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেটি এখন চার ঘণ্টা হবে। প্রশ্নপত্রে যে সময়ই থাকুক, ৩০ মিনিট করে সময় বাড়বে।

তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. এনামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে এটি করা হয়েছে।”

গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে ‘সেশনজটের কারণে তিন বছরের ডিগ্রি ছয় বছরে রূপান্তর করা এবং অটোপাসের দাবিতে’ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

শিক্ষার্থীদের ওই আন্দোলনের কারণেই সময় বাড়ানোর কথা বলছেন পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম।

তার ভাষ্য, “শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাদের অটোপাস দেওয়ার এখতিয়ার আমাদের নেই। তাই তাদের সুবিধার্থে সময় বাড়ানো হল।”

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন উপাচার্য মহোদয়ের সঙ্গে তাদের কথা হয়েছিল। তারা উনার কাছে দাবি-দাওয়া পেশ করেছিলেন। সেগুলো যাচাইবাছাই করে অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনার পর এ সিদ্ধান্ত এসেছে।”

অন্যান্য শিক্ষাবর্ষের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষাতেও সময় বাড়বে কিনা, এ প্রশ্নে এনামুল করিম বলেন, “এটি এখনই বলা যাচ্ছে না। আপাতত ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য এটি বহাল থাকবে। অন্যান্য পরীক্ষাগুলো সময় বাড়ানোর বিষয়টি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।”