মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

উপাচার্য নিয়োগ দাবি: চবিতে শিক্ষার্থীদের `কমপ্লিট শাটডাউন`

 আপডেট: ১৫:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪

উপাচার্য নিয়োগ দাবি: চবিতে শিক্ষার্থীদের `কমপ্লিট শাটডাউন`

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হযেছে।

‘কমপ্লিট শাটডাউন’র সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া প্রশাসনিক কার্যালয়সহ প্রধান প্রবশপথের গেইটেও তালা দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের একজন হাবিবুল্লাহ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করার দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। তবে চিকিৎসাসহ এবং অন্যান্য জরুরি সেবাগুলো শাটডাউন এর আওতামুক্ত আছে বলে জানান তিনি।”

নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন খালেদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার পতনের পর প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চলছিল। তবে এদিন শাটডাউন কর্মসূচির কারণে প্রশাসনিক কোনো কার্যক্রম চলেনি।“

৫ অগাস্টে সরকার পতনের পর গত ১২ অগাস্ট শিক্ষার্থীদের তোপের মুখে উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি এবং আবাসিক হলের প্রাধ্যক্ষরা পদত্যাগ করেন।

সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ আছে। তবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু আছে।