রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আরো ৪ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত

 প্রকাশিত: ১৬:৩৮, ২৫ জুলাই ২০২৪

আরো ৪ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ১ অগাস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “সূচি অনুযায়ী আগামী সপ্তাহের ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ অগাস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। চলমান পরিস্থিতি বিবেচনায় সেগুলো স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।”

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার কারণে এর আগে ১১, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাগুলোও নিতে পারেনি শিক্ষাবোর্ডগুলো। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয়েছে কারফিউ।

তার আগে ১৬ জুলাই থেকেই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।