বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

 প্রকাশিত: ১৮:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩

দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। এখন দিন এসেছে হাতে-কলমে শেখার। 

রবিবার রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদরাসায় ‘মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আর আমরা ৬৩ জেলায় বোমা হামলা চাই না। আর কখনোই ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ চাই না। আমরা চাই সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ হোক এবং দেশে শান্তি ও উন্নয়ন অব্যাহত থাকুক।

এছাড়া, এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন- মাদরাসা শিক্ষা অধিদফতরের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশীদ, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ প্রমুখ।